আজকাল ওয়েবডেস্ক : জম্মু-কাশ্মীরের নিরাপত্তায় আরও জোর দেওয়া হল। পুলওয়ামাতে বন্ধ করা হল মোবাইল ইন্টারনেট পরিষেবা। কাশ্মীর জোনের এডিজিপি বিজয় কুমার জানিয়েছেন, নিরাপত্তার দিকটি আরও জোরদার করতেই এই পদক্ষেপ গ্রহণ করা হল। দেশের স্বার্থ বিঘ্নিত হতে পারে এমন সম্ভাবনা রয়েছে। তাই আগে থেকেই এই ব্যবস্থা নেওয়া হল। মোবাইলের ইন্টারনেট থেকে জঙ্গিরা তাদের কার্যকলাপ অতি সহজেই করছে। তাদের নিজেদের মধ্যে কথাবার্তার মাধ্যমে তারা মোবাইলের ইন্টারনেটকেই ব্যবহার করছে। এরফলে বারে বারে বিঘ্নিত হয়েছে কাশ্মীরের নিরাপত্তা। পুলওয়ামার তিন কিলোমিটারের মধ্যে এই পরিষেবাকে আপাতত বন্ধ রাখা হয়েছে। প্রসঙ্গত, বারে বারে কাশ্মীরের বিভিন্ন প্রান্তে জঙ্গিরা তাদের হামলা চালিয়েছে। ভারতের জওয়ানরা সাহসীকতার সঙ্গে তার মোকাবিলা করলেও অতর্কিত এই ধরনের হামলার ফলে সাধারণ মানুষের জীবনহানি ঘটেছে। প্রতিবারই এই ধরনের জঙ্গি হামলার নেপথ্যে মোবাইলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এবার আগে থেকেই এই সতর্ক পদক্ষেপ নেওয়া হল।