আজকাল ওয়েবডেস্ক: ১৪ বছর আগে ভারতে শুরু হয়েছিল আধার কার্ড। তারপর থেকে সমস্ত সরকারি থেকে শুরু করে বেসরকারি ক্ষেত্রে সর্বত্রই আধার তার খেলা দেখিয়েছে। একে সামনে রেখে সরকারি থেকে শুরু করে সমস্ত বেসরকারি কাজ করা হয়ে থাকে। তবে এবার এই আধার কার্ড নিয়ে ইন্ডিয়া টুডের একটি খবর নিয়ে সর্বত্র শোরগোল পড়ে গিয়েছে।


বিগত ১৪ বছরে আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে মাত্র ১.১৫ কোটি। যদিও ভারতে মৃত ব্যক্তির সংখ্যাটা তার তুলনায় অনেকটা বেশি। ২০২৫ সালের জুন মাসে ভারতে ১৪২.৩৯ কোটি মানুষের আধার কার্ড রয়েছে। দেশের মোট জনসংখ্যা রয়েছে ১৪৬.৩৯ কোটি। এই হিসেব রয়েছে ২০২৫ সালের এপ্রিল মাস পর্যন্ত। তবে এবারই অবাক করা তথ্য সামনে এসেছে। সেখান থেকে দেখা গিয়েছে ২০০৭ সাল থেকে ২০২৯ সাল পর্যন্ত ভারতে গড়ে মৃতের সংখ্যা ছিল ৮৩.৫ লাখ। 


ইউআইডিএআই-র পক্ষ থেকে বলা হয়েছে যে হারে মানুষের মৃত্যু হয়েছে সেই হারে আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়নি। এখানে প্রায় ১০ শতাংশের গরমিল ধরা পড়েছে। তবে কেন এই পরিস্থিতি তৈরি হয়েছে। জানা গিয়েছে কোনও ব্যক্তি মারা যাওয়ার পর তার পরিবার যদি ডেথ সার্টিফিকেট ইস্যু না করেন তাহলে তার নামটি আধার থেকে বাদ পড়ছে না। ফলে সেখানে এটি একটি বিরাট সমস্যা তৈরি করেছে। তবে যারা ডেথ সার্টিফিকেট ইস্যু করেছে তাদের পরিবারের সেই ব্যক্তির বাম আধার তালিকা থেকে বাদ পড়েছে। 


মানুষের জন্মের সঙ্গে সঙ্গে যেমনভাবে তার জন্মের সার্টিফিকেট তৈরি করা হয়ে থাকে, ঠিক তেমনভাবেই তার মৃত্যুর পরেও একই ঘটনা হয়। সেখানে সেই ব্যক্তির নাম সেই তালিকা থেকে মুছে ফেলা হয়। তবে বাস্তবের মাটিতে সেই কাজটি এখন করা হচ্ছে না।


২০২৩ সালের নতুন নিয়ম অনুসারে যদি কোনও ব্যক্তির ডেথ সার্টিফিকেট ইস্যু না করা হয় তাহলে সেখানে তার নামটি সহজেই জীবিত আধার হিসেবে থেকে গিয়েছে। এই বিষয়টি নিয়ে এবার নড়েচড়ে বসেছে আধার কর্তৃপক্ষ। তারা এই ধরণের ডাটার একটি লিস্ট তৈরি করার দিকে জোর দিয়েছে।


আধার কার্ড হল ১২ সংখ্যার একটি ইউনিক শনাক্তকরণ নম্বর যা ভারতীয় নাগরিকদের জন্য ভারতীয় ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি (ইউআইডিএআই) দ্বারা জারি করা হয়। এটি পরিচয় এবং ঠিকানার প্রমাণ হিসাবে ব্যবহৃত হয়। 

আরও পড়ুন: ৫ বছরেই পেতে পারেন ১৭ লাখ টাকা, কোথায় বিনিয়োগ করবেন দেখে নিন এখনই


আধার কার্ডের জন্য আবেদন করতে, আপনি অনলাইনে ইউআইডিএআই এর ওয়েবসাইটে যেতে পারেন অথবা আধার সেবা কেন্দ্রে যেতে পারেন
আধার কার্ডের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
এটি একটি ১২ সংখ্যার অনন্য নম্বর যা ভারতীয় নাগরিকদের জন্য জারি করা হয়। 
এটি পরিচয় এবং ঠিকানার প্রমাণ হিসাবে ব্যবহৃত হয়। 
আধার কার্ড আজীবন বৈধ এবং এর কোন মেয়াদ শেষ হওয়ার তারিখ নেই। 
আপনি অনলাইনে আপনার আধার কার্ডের তথ্য আপডেট করতে পারেন। 
আপনি অনলাইনে আপনার আধার কার্ড ডাউনলোড করতে পারেন। 
আপনি mAadhaar অ্যাপ ব্যবহার করে আপনার আধার তথ্য অ্যাক্সেস করতে পারেন
আধার কার্ড সম্পর্কিত যেকোনো তথ্যের জন্য, আপনি ইউআইডিএআই এর ওয়েবসাইটে যেতে পারেন অথবা তাদের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন।