আজকাল ওয়েবডেস্ক: 'পালিয়ে যান, ভাই, পালিয়ে যান, আরে পালান, পালান'... আচমকা পরপর মেঘভাঙা বৃষ্টি। তাতেই ভয়াবহ হড়পা বান। কয়েক সেকেন্ডের মধ্যেই ভেসে গেল উত্তরাখণ্ডের উত্তরকাশীর একটি গ্রাম। এখনও পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ বহু। তাঁর মধ্যে কোনও মতে বেঁচে ফিরলেন দুই ব্যক্তি। 

যে সময় গোটা গ্রাম হড়পা বানের কবলে পড়ে, তখনই কয়েকজন ওই দুই ব্যক্তিকে দূর থেকে সতর্ক করেন। কেউ কেউ চিৎকার করে তাঁদের পালিয়ে যেতে বলেন। কোনও মতে বেঁচে ফেরার চেষ্টা করছিলেন এক ব্যক্তি।‌ কাদার মধ্যে দৌড়তে গিয়েই একজন পড়ে যান। সেই সময়েই আরও একজন ওই ব্যক্তিকে বাঁচাতে ছুটে আসেন। তারপর দুই ব্যক্তিই কোনও মতে ছুটতে ছুটতে নিরাপদ স্থানে পৌঁছন। কয়েক সেকেন্ডের জন্য মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন তাঁরা। 

দূর থেকে সেই ঘটনার ভিডিও করেন কয়েক জন স্থানীয় বাসিন্দা। তাঁরাও দূর থেকে পালানোর জন্য চিৎকার করতে থাকেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ধরালি গ্রামে ২০ থেকে ২৫টি হোমস্টে ও হোটেল রয়েছে। সেগুলিও হড়পা বানে তলিয়ে গেছে। এই ঘটনার পরেই দ্রুত উদ্ধারকাজ শুরু করে বিপর্যয় মোকাবিলা বাহিনী। এখনও পর্যন্ত ২০ জনকে উদ্ধার করা গেছে বলে জানিয়েছে তারা। 

আরও পড়ুন: বয়ফ্রেন্ড আছে, তাও বন্ধুর সঙ্গে ঘোরাঘুরি! হাতেনাতে ধরেই চলল এলোপাথাড়ি গুলি, কিশোরীর পরিণতিতে শিউরে উঠলেন সকলে


প্রসঙ্গত, উত্তরকাশীর ধারালি গ্রামে মঙ্গলবার ভোরে প্রবল মেঘভাঙা বৃষ্টি এবং বিশাল ভূমিধসের জেরে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, এই ঘটনার জেরে এখনও পর্যন্ত ৫০ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। স্থানীয় সূত্রে খবর, এই ভয়াবহ দুর্যোগে গঙ্গোত্রী ধামের সঙ্গে সমস্ত রাস্তার সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঘটনাস্থলের খুব কাছেই অবস্থিত গঙ্গার শীতকালীন আসন মুখবা ও পবিত্র গঙ্গোত্রী ধাম। পর্যটকদের তোলা ভিডিওতে দেখা গিয়েছে, পাহাড় থেকে নেমে আসা জলপ্রবাহ ধেয়ে আসছে নিচের দিকে, একের পর এক বাড়ি ও গাছপালা ভাসিয়ে নিয়ে যাচ্ছে। হরশিল অঞ্চলের খীর গাধ নালার উপচে পড়া জলের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে।

দুর্যোগ মোকাবিলায় বিপর্যয় মোকাবিলা বাহিনী, এসডিআরএফ, এনডিআরএফ, সেনাবাহিনী, স্থানীয় পুলিশ ও অন্যান্য সংস্থাগুলি একসঙ্গে কাজ করছে। প্রবল বৃষ্টির কারণে উদ্ধারকার্যে বাধা সৃষ্টি হচ্ছে। কিন্তু প্রশাসনের তরফে নিশ্চিত করা হয়েছে, নিখোঁজদের খোঁজে ও দুর্গতদের সাহায্যে কোনও কমতি থাকছে না। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী এক্স হ্যান্ডেলে একটি পোস্টে লেখেন, ‘উত্তরকাশীর ধারালি অঞ্চলে মেঘভাঙা বৃষ্টির ফলে যে দুর্ঘটনা ঘটেছে তা অত্যন্ত বেদনাদায়ক। উদ্ধার ও ত্রাণকার্য দ্রুত গতিতে চলছে। ঈশ্বরের কাছে সকলের নিরাপত্তার জন্য প্রার্থনা করছি’। এই ঘটনার ফলে গঙ্গোত্রি ধাম যা চারধাম তীর্থের অন্যতম, বর্তমানে সম্পূর্ণভাবে বাকি ভারতের সঙ্গে বিচ্ছিন্ন।

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Avijit Jamloki (@kedarvasi)