আজকাল ওয়েবডেস্ক: প্রেম, পরিণতিতে বিয়ে, অবৈধ সম্পর্ক, অশান্তি এবং খুন। মিরাটের ঘটনা নিয়ে যখন তোলপাড়, তখনই তদন্তে উঠে আসছে একের পর এক অবাক করা তথ্য। ইতিমধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে, তাতে দেখা গিয়েছে, মেয়ের জন্মদিনে চুটিয়ে নাচছেন সৌরভ-মুসকান। সৌরভের দেহ ১৫ টুকরো করে ড্রমে ভরে রাখার ঘটনায় উঠে এসেছিল কালো জাদু যোগও। যদিও পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত কালো জাদুর কোনও তথ্য হাতে আসেনি। স্পষ্ট বোঝা গিয়েছে, রীতিমতো পরিকল্পনা করে খুন করা হয়েছে সৌরভকে।

অন্যদিকে আরও একটি তথ্য প্রকাশ্যে এসেছে। ঘটনার পরেই জানা গিয়েছিল, মুসকানের বাবা-মা তাঁদের মেয়ের সর্বোচ্চ শাস্তি, ফাঁসি চেয়েছেন। জানা গিয়েছে, তিনি মুসকানের সৎ মা। মুসকানের ভাই জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, মুসকান ছোট থেকে সিনেমায় অভিনয় করতে চাইতেন।

প্রেমের সম্পর্কের পরিণতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন সৌরভ রাজপুত ও মুসকান রাস্তোগি। সৌরভ মার্চেন্ট নেভি ছিলেন পেশায়। সেই চাকরি ছেড়ে বাড়িতে ফেরেন। মাঝে পারিবারিক অশান্তি, সৌরভের বাবা-মায়ের থেকে পৃথক থাকার ঘটনাও ঘটে। এসবের মাঝেই জন্ম নেয় সৌরভ-মুসকানের মেয়ে। এতদূর পর্যন্ত সব ঠিক থাকলেও দু’ জনের সম্পর্কে ফাটল ধরে সৌরভের বন্ধু সাহিলের সঙ্গে মুসকান সম্পর্কে জড়ানোর পর। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর, পারিবারিক অশান্তি তীব্র হওয়ার পর, ফের জাহাজের কাজে ফিরে যান সৌরভ। সম্প্রতি মেয়ের জন্মদিনের জন্য ফিরে এসেছিলেন দিনকয়েকের ছুটিতে। ওই ছুটির মাঝেই স্ত্রী এবং বন্ধু মেলে পরিকল্পনা করে খুন করেন সৌরভকে। ১৫ টুকরো করে, ড্রামের মধ্যে ভরে সিমেন্ট দিয়ে আটকে দেন। 

তদন্তে জানা গিয়েছে, স্বামীকে খুন করতে রাজি করাতে প্রেমিক সাহিলকে মুসকান বোঝাতে শুরু করেছিলেন তাঁর মা মৃত্যুর ওপার থেকে স্ন্যাপচ্যাটের মাধ্যমে তাঁর সঙ্গে কথা বলছেন। এমনকি সাহিলের মায়ের পুনর্জন্মের গল্পও ফেঁদেছিলেন। ফেব্রুয়ারিতে সৌরভের ভারতে আসার কথা জানার পরেই হত্যার পরিকল্পনা বাস্তবায়নের প্রস্তুতি শুরু করে দেন যুগল।