আজকাল ওয়েবডেস্ক: দিনকয়েক আগেই সামনে এসেছে হাড়হিম করা ঘটনা। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে, প্রেমিকের সঙ্গে মিলিত হয়ে নিজের স্বামীকে খুন করে ১৫ টুকরো করে ড্রামে ভরে রেখেছিলেন স্ত্রী। ঘূণাক্ষরেও বুঝতে দেননি কাউকে। উলটে যাতে কেউ বুঝতে না পারেন, সেই কারণে একগুচ্ছ কৌশলও অবলম্বন করেছিলেন। যদিও তাতে শেষ রক্ষা হয়নি। তদন্তে দিনে দিনে উঠে আসছে মোড় ঘোরানো তথ্য।

এবার এই ঘটনার প্রসঙ্গ তুলেই মদ্যপ স্বামীকে হুমকি দিলেন স্ত্রী। হুমকি শুনে ভয়ে থানায় দৌড়লেন স্বামী। ঘটনাস্থল সেই মিরাট। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, মিরাটের ওই যুবক সোমবার আচমকা আতঙ্কিত হয়ে থানায় পৌঁছন।  মিরাটের কাঁকের খেরা এলাকার বাবলু। সোমবার একেবারে চোখে জল আর মুখে আতঙ্কের ছাপ নিয়ে থানায় হাজির হন তিনি। পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তির অভিযোগ, স্ত্রী তাঁকে মারধরের পর টুকরো টুকরো করে ড্রামে ভরে রাখার হুমকি দেন। 

যদিও বাবলু থানায় পৌঁছনোর আগেই পৌঁছে যান তাঁর স্ত্রী। অভিযোগ, দীর্ঘদিন ধরেই মদ খেয়ে অশান্তি করে আসছেন যুবক। স্ত্রী বারবার অভ্যাস বদলের কথা বললেও শোনেননি, উলটে বেড়েছে অত্যাচারের বহর। সহ্যের সীমা ছাড়িয়ে যেতেই স্বামীকে হুমকি দিয়েছেন স্ত্রী।

উল্লেখ্য, সম্প্রতি মিরাটের সৌরভ খুন নিয়ে তোলপাড়। প্রেমের সম্পর্কের পরিণতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিল সৌরভ রাজপুত ও মুসকান রাস্তোগি। সৌরভ মার্চেন্ট নেভি ছিলেন পেশায়। সেই চাকরি ছেড়ে বাড়িতে ফেরেন। মাঝে পারিবারিক অশান্তি, সৌরভের বাবা-মায়ের থেকে পৃথক থাকার ঘটনাও ঘটে। এসবের মাঝেই জন্ম নেয় সৌরভ-মুসকানের মেয়ে। এতদূর পর্যন্ত সব ঠিক থাকলেও দু’ জনের সম্পর্কে ফাটল ধরে সৌরভের বন্ধু সাহিলের সঙ্গে মুসকান সম্পর্কে জড়ানোর পর। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর, পারিবারিক অশান্তি তীব্র হওয়ার পর, ফের জাহাজের কাজে ফিরে যান সৌরভ। সম্প্রতি মেয়ের জন্মদিনের জন্য ফিরে এসেছিলেন দিনকয়েকের ছুটিতে। ওই ছুটির মাঝেই স্ত্রী এবং বন্ধু মেলে পরিকল্পনা করে খুন করে সৌরভকে। ১৫ টুকরো করে, ড্রামের মধ্যে ভরে সিমেন্ট দিয়ে আটকে দেয়।