আজকাল ওয়েবডেস্ক : আসন্ন ছটপুজোর আগে কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী এবার সরাসরি আক্রমণ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। তিনি বলেন, দিল্লির মালিক এবার নিজের কাঁচের ঘর থেকে বাইরে বেরিয়ে আসুন এবং দেখুন ছটপুজোয় যমুনার কি দশা হয়। শুক্রবার থেকেই দিল্লিতে ছটপুজো শুরু হয়েছে। যমুনার জলকে দূষণমুক্ত রাখতে দিল্লির সরকারের উচিত থেকে পৃথকভাবে ছটপুজোর ব্যবস্থা করা। কিন্তু তিনি তা করেন নি। ফলে যা হওয়ার তাই হয়েছে। ছটপুজোর সামগ্রী ভাসছে যমুনার জলে। যমুনাকে দূষণ থেকে রক্ষা করার কোনও ব্যবস্থাই করলেন না দিল্লির মুখ্যমন্ত্রী। নিজের ঘরেই বেশি থাকতে তিনি পছন্দ করেন। তাই যমুনাকে দূষণের হাত থেকে বাঁচানোর কোনও চিন্তাই তিনি করেন না। প্রসঙ্গত, প্রতিবারই ছটপুজোয় যমুনার জলে দূষণের মাত্রা বাড়ে। তাই আগে থেকেই যদি ব্যবস্থা না নেওয়া যায় তবে তার ফল হয় মারাত্মক। একদিকে বায়ুদূষণের জেরে রীতিমতো জেরবার দিল্লিবাসী। বাড়তি পাওনা হিসাবে যমুনার এই দূষণ দিল্লিকে কোন জায়গায় নিয়ে যাতে তা নিয়ে চিন্তিত পরিবেশবিদরা। তাদের মতে, রাজধানী বর্তমানে বায়ুদূষণের করাল গ্রাসে রয়েছে। এর পাশাপাশি যদি যমুনার জলেও দূষণের মাত্রা বাড়ে তবে তা আরও বেশি মারাত্মক হবে।
