আজকাল ওয়েবডেস্ক: কলেজ ক্যাম্পাসের মধ্যে এক ডাক্তারি পড়ুয়ার রক্তাক্ত দেহ উদ্ধার করল পুলিশ। কলেজের মধ্যে তিনি আত্মহত্যা করেছেন না কি তাঁকে খুন করা হয়েছে, তা নিয়ে ধোঁয়াশায় পুলিশ। দেহটি উদ্ধার করে ইতিমধ্যেই ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। তাঁর সহপাঠীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের শাহজাহানপুরে। রবিবার এক বেসরকারি মেডিক্যাল কলেজের ক্যাম্পাসের মধ্যেই দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়ার দেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত যুবক গোরখপুরের বাসিন্দা ছিলেন। রবিবার ক্যাম্পাসের মধ্যে তাঁর রক্তাক্ত দেহ দেখতে পেয়েই পুলিশে খবর দেন সহপাঠীরা। ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় তাঁকে লুটিয়ে থাকতে দেখে পুলিশ।
সর্বভারতীয় সংবাদমাধ্যমকে পুলিশ জানিয়েছে, ওই এলাকায় নীচের তলার কোনও ঘরে কোনও পড়ুয়া ছিলেন না বলে জানা গিয়েছে। কিন্তু যে অবস্থায় পড়ুয়ার দেহ পড়েছিল, তা দেখেই পুলিশের মনে সন্দেহ দানা বেঁধেছে। পুলিশের অনুমান, কলেজের চারতলা পড়ুয়া ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে পারেন, নয়তো কেউ তাঁকে উপর থেকে ধাক্কা দিয়ে নীচে ফেলে দিতে পারেন।
পুলিশ আরও জানিয়েছে, পুঙ্খানুপুঙ্খ তদন্তের স্বার্থে মৃত যুবকের সহপাঠীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। পাশাপাশপু কলেজ ক্যাম্পাসের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
