আজকাল ওয়েবডেস্ক:‌ বারাণসী স্টেশনের পার্কিং এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড। পুড়ে ছাই হয়ে গেল অন্তত ২০০ দু’‌চাকার যান। ঘটনাটি ঘটেছে শনিবার ভোর রাতে। 


অগ্নিকাণ্ডের বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, দাউদাউ করে জ্বলছে আগুন। পুলিশ ও দমকল কর্মীরা আগুন নেভাতে তৎপর। একটি ভিডিওয় দেখা গেছে, পুলিশ কর্মীরা হোস পাইপ দিয়ে জল ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। অগ্নিকাণ্ডের জেরে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা স্টেশন চত্বর।


অগ্নিকাণ্ডের খবর পেতেই একে একে দমকলের ১২টি ইঞ্জিন আসে ঘটনাস্থলে। এছাড়াও স্থানীয় পুলিশ, আরপিএফ ও জিআরপিও হাজির ছিল ঘটনাস্থলে।


তবে হতাহতের কোনও খবর নেই। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড। তবে ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে তীব্র চাঞ্চল্য ছড়ায় স্টেশন চত্বরে। তবে ট্রেন চলাচলে ব্যাঘাত ঘটেনি।


জানা গেছে, রেলকর্মীদের রাখা দু’‌চাকার যানগুলি পুড়ে একেবারে ছাই হয়ে গেছে। সংখ্যাটা প্রায় ২০০। প্রায় ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন আসে নিয়ন্ত্রণে। চলছে উদ্ধারকাজ।

রেল জানিয়েছে ঘটনায় প্রচুর আর্থিক ক্ষতি হয়েছে।