আজকাল ওয়েবডেস্ক: গ্রেটার নয়ডায় ভয়াবহ অগ্নিকাণ্ড। বুধবার সকালে গ্রেটার নয়ডার চার মূর্তি চকে বাজার সংলগ্ন খাবারের দোকানে আগুন লাগে। দলকল আধিকারিকরা জানিয়েছেন, এদিন সকালে একটি ধাবায় প্রথমে আগুন লাগে। সেই আগুন পার্শ্ববর্তী খাবারের দোকানে ছড়িয়ে পড়ে। শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড বলে দমকলের প্রাথমিক অনুমান। আটটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে এনেছে বলে জানা গেছে। দমকলের এক আধিকারিক জানান, ‘এদিন সকালে কয়েকটি ধাবায় অগ্নিকাণ্ডের খবর পাই। এরপরই দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে যায়। ছ’টি ধাবা ও দুটি দোকানে আগুন লেগেছিল। আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই।’
