আজকাল ওয়েবডেস্ক: প্রস্তুতি ছিল বহুদিনের। সেই প্রস্তুতির চূড়ান্ত পর্যায় শেষে, মঙ্গলবার দেশের প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন বহু প্রতীক্ষিত বৈদ্যুতিক এসইউভি ই-ভিতারা-র প্রথম ইউনিট।  মঙ্গলবার মোদি সুজুকি মোটর প্ল্যান্টের হাইব্রিড ব্যাটারি ইলেকট্রোডের স্থানীয় উৎপাদন উদ্বোধন করেন। মঙ্গলবার গুজরাটের হনসলপুরে মারুতি সুজুকির বৈদ্যুতিক যানবাহন (EV) এবং ব্যাটারি প্ল্যান্টের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেপ্টেম্বরের শুরিতেই এই মডেলের গাড়ি বাজারে আত্মপ্রকাশের সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। 

এদিন প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'আজ ভারতের স্বনির্ভরতার সন্ধান এবং পরিবেশবান্ধব গতিশীলতার কেন্দ্র হওয়ার একটি বিশেষ দিন। হনসলপুরের অনুষ্ঠানে, ই-ভিতারা উদ্বোধন করা হবে। এই ব্যাটারি বৈদ্যুতিক যানবাহন (BEV) ভারতে তৈরি এবং শতাধিক দেশে রপ্তানি করা হবে। আমাদের ব্যাটারি ইকোসিস্টেমের একটি বড় অগ্রগতির জন্য, গুজরাটের একটি প্ল্যান্টে হাইব্রিড ব্যাটারি ইলেকট্রোডের উৎপাদনও শুরু হবে।' অর্থাৎ এই গাড়িকে গ্লোবাল প্রোডাক্ট হিসেবেই উৎপাদন করবে ভারত। 

?ref_src=twsrc%5Etfw">August 26, 2025

গাড়ির এই মডেল নিয়ে মানুষের মনে কৌতূহল দীর্ঘদিনের। আগেই জানা গিয়েছিল, এই নয়া মডেলে থাকবে  এলইডি হেডলাইট, ডে-টাইম রানিং ল্যাম্প এবং টেল-লাইট, ১৮ ইঞ্চি চাকা,১০.২৫ ইঞ্চি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ১০.১ ইঞ্চি টাচস্ক্রিন, ওয়্যারলেস অ্যাপল কারপ্লে ও অ্যান্ড্রয়েড অটো গ্রিলের উপর সক্রিয় এয়ার ভেন্ট, প্যানোরামিক সানরুফ, মাল্টি-কালার ইন্টেরিয়র অ্যাম্বিয়েন্ট লাইটিং, ওয়্যারলেস চার্জার, ১০.১ ইঞ্চি ইনফোটেইনমেন্ট টাচস্ক্রিন, ইনফিনিটি বাই হারম্যান অডিও সিস্টেম, ইন-কার কানেক্টিভিটি টেকনোলজি। মনো টোন এবং ডুয়াল টোন, দু' টোনেই সামনে আসছে এই গাড়ি।