আজকাল ওয়েবডেস্ক: ফেব্রুয়ারি ২০২৫-এ ভারতের শিল্পোৎপাদনের (IIP) বৃদ্ধি ছয় মাসের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছে। সরকার কর্তৃক শুক্রবার প্রকাশিত জাতীয় পরিসংখ্যান দপ্তরের (NSO) তথ্য অনুসারে, এই ছয় মাসে শিল্পোৎপাদন মাত্র ২.৯ শতাংশ হারে বেড়েছে। এর পেছনে মূলত নির্মাণ, খনন ও বিদ্যুৎ খাতের দুর্বল পারফরম্যান্স দায়ী।
যদিও জানুয়ারি ২০২৫-এর IIP বৃদ্ধির হারকে সংশোধন করে ৫.২ শতাংশ করা হয়েছে, যা পূর্বে ৫ শতাংশ ছিল। তুলনায়, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে শিল্পোৎপাদন ৫.৬ শতাংশ হারে বেড়েছিল।
বিশেষজ্ঞদের মতে, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে লিপ ইয়ার-এর কারণে তুলনামূলকভাবে দিন কম থাকায় বার্ষিক বৃদ্ধি কমে গেছে। আইসিআরএ-র মুখ্য অর্থনীতিবিদ অদিতি নায়ার জানান, "বিভিন্ন ব্যবহারভিত্তিক শ্রেণিতে এবং তিনটি মূল খাতের মধ্যে বিদ্যুৎ ছাড়া বাকি দুটিতে বৃদ্ধির গতি কম হয়েছে।"
মাসিক পরিসংখ্যান অনুযায়ী:
উৎপাদন খাতের বৃদ্ধি কমে হয়েছে ২.৯% (পূর্বে ছিল ৪.৯%)
খনন খাত মাত্র ১.৬% বৃদ্ধি পেয়েছে (পূর্বে ছিল ৮.১%)
বিদ্যুৎ উৎপাদন বেড়েছে ৩.৬% হারে (আগের বছর একই সময়ে ছিল ৭.৬%)
২০২৪-২৫ অর্থবছরের এপ্রিল থেকে ফেব্রুয়ারি পর্যন্ত মোট IIP বৃদ্ধি হয়েছে ৪.১ শতাংশ, যা আগের বছরের ৬ শতাংশের তুলনায় কম।
ব্যবহারভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে:
মূলধনী পণ্যের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বেড়েছে ৮.২% (পূর্বে ছিল ১.৭%)
উপভোক্তা টেকসই পণ্য (যেমন হোয়াইট গুডস) ৩.৮% বৃদ্ধি পেয়েছে (পূর্বে ছিল ১২.৬%)
উপভোক্তা অ-টেকসই পণ্য ২.১% হারে কম হয়েছে (আগের বছর ছিল -৩.২%)
পরিকাঠামো/নির্মাণ সামগ্রী ৬.৬% বৃদ্ধি পেয়েছে (আগে ছিল ৮.৩%)
প্রাথমিক পণ্য ২.৮% বৃদ্ধি পেয়েছে (পূর্বে ছিল ৫.৯%)
ইন্টারমিডিয়েট পণ্য ১.৫% বৃদ্ধি পেয়েছে (আগে ছিল ৮.৬%)
বিশ্লেষকদের মতে, মার্চ মাসে খনন খাতে আরও সংকট দেখা যেতে পারে, তবে উৎপাদন ও বিদ্যুৎ খাতে স্থিতিশীলতা এই প্রভাবকে কিছুটা সামাল দিতে পারে।
