আজকাল ওয়েবডেস্ক: লোকসভা ও বিধানসভা নির্বাচনে কোনও আসনে একমাত্র প্রার্থী নির্বাচনে থাকলেও ন্যূনতম একটি নির্দিষ্ট শতাংশ ভোট পাওয়ার বাধ্যবাধকতা থাকা উচিত কি না—এই প্রশ্নে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) কেন্দ্র ও নির্বাচন কমিশনের কাছে মত চাইল সুপ্রিম কোর্ট।
বিচারপতি সুর্যকান্ত মন্তব্য করেন, “এটা কি খুবই স্বাগত জানানোর মতো বিষয় এবং প্রগতিশীল পদক্ষেপ হবে না, যেখানে একমাত্র প্রার্থী থাকলেও তাকে অন্তত ১০%-১৫% ভোট পেতে হবে?”
বিচারপতি এন.কে. সিং-এর সঙ্গে গঠিত বেঞ্চ ‘বিদি সেন্টার ফর লিগ্যাল পলিসি’-র একটি আবেদনের শুনানিতে এই পর্যবেক্ষণ দেয়। আবেদনটি ‘প্রতিনিধিত্ব আইন, ১৯৫১’-এর ৫৩(২) ধারা নিয়ে, যেখানে একক প্রার্থী থাকলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
আবেদনকারীর পক্ষে সিনিয়র অ্যাডভোকেট অরবিন্দ দাতার বলেন, যদি একাধিক প্রার্থী মনোনয়ন জমা দিলেও শেষ দিনে প্রত্যাহারের ফলে একজন প্রার্থী থেকে যান, তাহলে ভোটারদের ‘নোটা’ বেছে নেওয়ার অধিকার থাকা উচিত।
সুপ্রিম কোর্ট জানায়, গণতন্ত্রের মূল ভিত্তি সংখ্যাগরিষ্ঠ মত, তাই একক প্রার্থী হলেও কিছু ন্যূনতম ভোট পাওয়া জরুরি হওয়া উচিত।
এখন দেখার বিষয়, কেন্দ্র ও নির্বাচন কমিশন এই প্রস্তাব নিয়ে কী মত দেয়।
