আজকাল ওয়েবডেস্ক: দেশজুড়ে পালিত হয়ে থাকে হোলি। দোল উৎসব। চতুর্দিকে রঙের মেলা। আর এই রঙের উৎসবে সামিল হতেই ছুটি চেয়েছিলেন কর্মীরা। ছুটি কি মিলল?
সোশ্যাল মিডিয়ায় নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি নিজেদের অফিসের অভজ্ঞিতার শেয়ার করে লিখেছেন, তাঁর অফিসের ম্যানেজার হোলি উপলক্ষে ছুটিতে রাজি তো হননি। উলটে নোটিস দিয়ে জানিয়েছেন, কেউ না জানিয়ে দুম করে ছুটি নিলে মাশুল গুনতে হবে দ্বিগুন।
অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তি একটি ছবি শেয়ার করেছেন। জানিয়েছেন সেটি তাঁদের বসের নোটিস। ম্যানেজার সাফ জানিয়েছেন কেউ হোলিতে না জানিয়ে অনুপস্থিত থাকলে স্যান্ডুইচ নীতিতে বেতন কাটা হবে। যার অর্থ, যদি কোনও কর্মচারী সপ্তাহান্তে বা সরকারি ছুটির আগে বা পরে ছুটি নেন, তাহলে তাদের বেতন থেকে অতিরিক্ত দিন হিসেবেও টাকা কাটা যেতে পারে।
একই সঙ্গে সাফ জানিয়েছিলেন, হোলির দিন কোনও কর্মী তখনই অফিসে ঢুকতে পারবেন, যদি তাঁর শরীরে রঙের দাগ না থাকে। অর্থাৎ রং নিয়ে তো নয়ই, বাইরে রং খেলেও অফিসে ঢুকতে পারবেন না। অনেকেই বলছেন, এ যেন অফিস নয়, ছোট বেলার স্কুল। সব কিছুতেই অতিরিক্ত কড়াকড়ি।
