আজকাল ওয়েবডেস্ক: জগদীশ উইকে। বয়স ৩৫। মহারাষ্ট্রের মাও অধ্যুষিত এলাকার বাসিন্দা। অন্তত শতাধিক ভুয়ো বোমা হুমকি দিয়েছেন বিমানে, পিএমও এবং অন্যান্য আধিকারিকদের দপ্তরে। শতাধিক বিমানে ভুয়ো হুমকি দেওয়ার অপরাধে নাগপুর থেকে তাঁকে আটক করা হয়েছিল।

 

তবে এখন পুরোপুরি অন্য ভাবনার কথা জানা যাচ্ছে। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, জগদীশ বহুদিন ধরে চাইছেন একটি বই লিখতে। বইয়ের নামও ভেবে ফেলেছেন। ঠিক করেছেন বইয়ের নাম হবে, 'আতঙ্কবাদ-এক তুফানি রাক্ষস'। সন্ত্রাসবাদের উপর এই বই লিখতে চেয়ে অনুমোদন চাইছেন। আর ওই অনুমোদন চাওয়ার সঙ্গেই মূলত জড়িয়ে তার ভুয়ো হুমকির কার্যকলাপ।

 

 

জানা গিয়েছে, এই বইয়ের অনুমোদন চেয়ে জানুয়ারি থেকে পিএমও এবং অন্যান্য দপ্তরে ইমেল পাঠিয়েছেন লাগাতার। কিন্তু সমর্থন না মেলায় বিরক্ত হয়ে ভুয়ো হুমকি দেওয়া শুরু করেন। নাগপুর পুলিশ মনে করছে, অনলাইনে উপলব্ধ সন্ত্রাসবাদী তত্বগুলিকে একত্রিত করেই জগদীশ বই লিখতে চাইছেন।

এর আগেও পুলিশ তাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে। তার ডিজিটাল কার্যকলাপ, যোগাযোগের ধরণ সম্পর্কে খোঁজ রাখছে পুলিশ। নজরে তার কল রেকর্ডসও। পুলিশ জানিয়েছে, তার ইমেলের সেন্ড ফোল্ডারে ৩৫৪টি ইমেল পাওয়া গিয়েছে। জগদীশের ইমেলগুলিতে স্বতন্ত্র প্যাটার্ন লক্ষণীয় বলেও জানিয়েছে পুলিশ।