আজকাল ওয়েবডেস্ক : অনলাইন গেম খেলতে দীর্ঘদিন ধরে অভ্যস্ত ছিলেন। এরপর সেখান থেকে বিরাট অর্থের লোকসান। তারপর এসবিআইয়ের এটিএম থেকে টাকা লুটের চেষ্টা। ফল হল একটাই পুলিশের হাতে ধরা পড়ে ল্যাজেগোবরে হলেন ওই ব্যক্তি।
ঘটনার জেরে রীতিমতো হৈচৈ পড়ে গিয়েছে হায়দরাবাদে। যে ব্যক্তি এই কাণ্ড ঘটিয়েছেন তিনি একজন মিষ্টি বিক্রেতা। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে বরাবরই অনলাইনে গেম খেলতেন তিনি। এরপরই সেখান থেকে ৩০ লক্ষ টাকা হেরে যান তিনি। সেই টাকা তিনি নিজের বন্ধুদের কাছ থেকে ধার নিয়েছিলেন।
টাকা হেরে যাওয়ার পর দিশেহারা হয়ে পড়েছিলেন তিনি। কীভাবে পাওনাদারদের দেনা শোধ করবেন সেটা বুঝে উঠতে পারছিলেন না। অবশেষে তিনি টার্গেট করেন একটি এসবিআই এটিএমকে। সেখান থেকে এটিএম ভাঙেন। একটি পাথর দিয়ে এটিএম মেশিনটিকে ভেঙে দেন তিনি। তবে কপাল খারাপ ছিল তার। সেই সময় এটিএমে কোনও টাকা ছিল না। দ্রুত তিনি এটিএম থেকে পালিয়ে যান।
বিষয়টি নজরে আসেন যখন একজন ব্যক্তি সেখান থেকে টাকা তুলতে আসেন। তিনি দ্রুত ব্যাঙ্ক কর্তৃপক্ষকে জানান। সেখান থেকে সিসিটিভি পরীক্ষা করতেই দ্রুত ধরা পড়ে যান তিনি।
পুলিশ জানিয়ছে ধৃতকে জেরা করতেই সে সমস্ত কথা স্বীকার করে নেয়। সেই সময় এটিএমে টাকা ছিল না। তাই কোনও অর্থের লোকসান হয়নি। তবে অনলাইন গেম খেলে সকলে যে সর্বশান্ত হয়েছে সেবিষয়ে জোর দেয় পুলিশ। তাদের পক্ষ থেকে বলা হয় যেভাবে বিভিন্ন মোবাইল থেকে অনলাইন গেম খেলার নেশায় সকলে বুঁদ হয়ে রয়েছে সেখান থেকে এই ধরণের ঘটনা নতুন কোনও বিষয় নয়। এজন্য দরকার সঠিক পদক্ষেপ।
ধৃতের বন্ধুরা জানিয়েছে বহুদিন ধরেই সে অনলাইনে গেম খেলত। সেখানে বহু অর্থ হারিয়েছে সে। এরপর বন্ধুদের কাছ থেকে টাকা চেয়ে খেলত। তবে দিনের পর দিন যেভাবে দেনা বাড়তে থাকে তাতে সে চাপে পড়ে যায়। পরে এই কাণ্ড ঘটিয়ে ফেলে সে।
