আজকাল ওয়েবডেস্ক: কথা বলতে চান, অথচ তন্ন-তন্ন করে খুঁজেও, সঙ্গী হিসাবে কাউকে পাননি। সেকারনেই টানা চার দিন মুখ বন্ধ রাখতে হয়েছিল তাঁকে। বাসে উঠে সহযাত্রীকে উগরে দিলেন সবটা। তাতেই যেন শান্তি পেলেন ।
সম্প্রতি এমনই একটি ঘটনার পোস্ট সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। পোস্টদাতা জানিয়েছেন, অফিস সেরে সারাদিনের ক্লান্তি নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। ফেরার পথে একই বাসে সেইসময় অপর এক ব্যক্তিও ওঠেন। পোস্টদাতা তাঁকে দেখে সিটও ছেড়ে দেন । পরমুহূর্তই ওই ব্যক্তি ধন্যবাদ জানান এবং কথা বলতে শুরু করেন। পোস্টদাতাও তাঁর সঙ্গে নানা কথায় জড়িয়ে পড়েন।
এরপর আচমকাই ওই ব্যক্তি বলে ওঠেন, টানা চার দিন কারওর সঙ্গে কথা বলেননি তিনি। এমন কাউকে খুঁজছিলেন তিনি যে সবটা শুনবে।
ব্যক্তির এই কথা শুনে পোস্টদাতা অবাক হয়ে গিয়েছিলেন। সেদিনের অভিজ্ঞতা পোস্টে জানিয়ে শেষে তিনি লিখেছেন, ছোট ছোট ঘটনাগুলি, যা আপাতদৃষ্টিতে তুচ্ছ মনে হয়, সেগুলি রোজকারের বিরাট পরিবর্তন আনতে পারে।
