আজকাল ওয়েবডেস্ক: তেলেঙ্গানার সায়দাবাদে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি মন্দিরের কর্মীকে অ্যাসিড ছুঁড়ে মারলেন। যা নিয়ে বিরাট শোরগোল। সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

সায়দাবাদ ভূলক্ষ্মীম্মা মন্দিরের সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে, মন্দিরের হিসাবরক্ষক গোপী টেবিলে বসে আছেন, তার পাশেই দাঁড়িয়ে রয়েছেন এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। গোপী যখন সেই ব্যক্তির সঙ্গে কিছু কাগজপত্র নিয়ে কথা বলছেন, তখন সেই ব্যক্তি একটি পাত্রের দিকে হাত বাড়াচ্ছেন। এরপরই, অভিযুক্ত মন্দিরের হিসাবরক্ষক গোপীকে অ্যাসিড ছুঁড়ে মারেন এবং সেকান থেকে পালিয়ে যায়। 

 

?ref_src=twsrc%5Etfw">March 14, 2025

এদিকে, ব্যথায় তখন কাতরাচ্ছেন গোপী। মন্দিরের অন্য়ান্য কর্মীরা গোপীকে দ্রুত মালাকপেটের যশোদা হাসপাতালে নিয়ে যান। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। সায়দাবাদ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।