আজকাল ওয়েবডেস্ক: 'কাজের মান এত খারাপ!', অফিসে ঢুকেই রোজ শুনতে হত কটুক্তি। কর্মক্ষেত্রে বারবার অপমানিত হত যুবক। বারবার ঝামেলার পর অবশেষে চরম পদক্ষেপ করল সে। অফিসের মধ্যেই সহকর্মীকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করল। ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে গুরুগ্রামের সেক্টর ৫৩-তে। হেলো গেস্ট হাউসে শনিবার সন্ধেয় নৃশংস হত্যাকাণ্ডটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম, দলীপ। তিনি বিহারের বাসিন্দা ছিলেন। গেস্ট হাউসে হাউজকিপার হিসেবে কাজ করতেন। ওই অফিসেই কাজ করত অসমের বাসিন্দা অর্জুন। শনিবার দলীপকে ধারাল ছুরি দিয়ে কুপিয়ে খুন করে অর্জুন।
পুলিশি জেরায় অর্জুন খুনের ঘটনাটি স্বীকার করে নিয়েছে। পাশাপাশি যে অস্ত্র দিয়ে খুন করেছে, সেটিও উদ্ধার করেছে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, কর্মক্ষেত্রে বারবার অর্জুনকে অপমান করা হত। কাজের মান খারাপ হলেই কথা শোনাতে ছাড়তেন না কেউ। দলীপ একাধিকবার অর্জুনকে মারধর পর্যন্ত করেছিলেন। এর প্রতিশোধ নিতেই খুনের পরিকল্পনা করেছিল অর্জুন।
গেস্ট হাউসের রান্নাঘর থেকে ধারাল ছুরি নিয়ে দলীপের উপর হামলা করে অর্জুন। ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের। পরিবারের তরফে এফআইআর দায়ের হতেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
