আজকাল ওয়েবডেস্ক: বিলাসবহুল হোটেলে বিয়ের আচার-অনুষ্ঠান করেননি। এমনকী খাওয়াদাওয়া, সাজসজ্জাতেও খরচ বাঁচিয়েছেন। তার বদলে বহুদিনের ইচ্ছাপূরণ করল নবদম্পতি। বিয়ের খরচে খানিকটা কাটছাঁট করে গ্রামবাসীদের জন্য তৈরি করে দিলেন নতুন পাকা রাস্তা। যাতে বর্ষায় আর ভোগান্তি পোহাতে না হয় তাঁদের। নবদম্পতির এহেন কাণ্ডে বেজায় খুশি সকলে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলার সুসা গ্রামে। ২৮ এপ্রিল সাতপাকে বাঁধা পড়েন শ্রীকান্ত ও অঞ্জলি। শ্রীকান্ত জানিয়েছেন, বিয়ে উপলক্ষে আত্মীয়, পরিজন, আমন্ত্রিতদের থেকে তাঁরা কোনও উপহার নেননি। বদলে ৯০টি চারা রোপণ করেছেন। বিয়ের প্রস্তুতির সময়েই তিনি জানিয়ে দিয়েছিলেন, বিয়ের বিভিন্ন আচার, সাজসজ্জা, খাওয়াদাওয়ায় বাড়তি খরচ তিনি এড়িয়ে যাবেন। কথা মতোই কাজ করলেন তিনি।
শ্রীকান্ত আরও জানিয়েছেন, ৫০ হাজার টাকা খরচ করে ৬০০ মিটার লম্বা রাস্তা তিনি তৈরি করেছেন। বিশেষত বর্ষাকালে গ্রামের এই রাস্তা দিয়ে যাতায়াত করা যায় না। এই রাস্তা দিয়ে কেউ চাষের কাজেও যেতে পারেন না। আত্মীয়রাও এই রাস্তা তৈরিতে আর্থিক সাহায্য করেছেন। গ্রাম পঞ্চায়েত এবং স্থানীয়দের সাহায্য নিয়েই পাকা রাস্তা তৈরি করা হয়েছে এবার।
নবদম্পতি জানিয়েছে, রাস্তার চারপাশে ৯০টি চারা পোঁতা হয়েছে। এর মধ্যে ৩৬টি বিভিন্ন ধরনের ফলের গাছ রয়েছে। গ্রামের শিশুরা যেকোনও সময় এই গাছ থেকে ফল পাড়তে পারবে।
