আজকাল ওয়েবডেস্কঃ অবাক কাণ্ড! দেখলেই চোখ ধাঁদিয়ে যাবে। আস্ত একটা ফ্রিজ মাথায় নিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। কে এই ব্যক্তি? জানেন কেন তাঁকে এত বড় ঝুঁকি নিতে হল?
এই দৃশ্যই সম্প্রতি ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ফাঁকা রাস্তায় মাথায় ফ্রিজ বোঝাই করে অবিরাম চালিয়ে যাচ্ছিল সাইকেল এক ব্যক্তি। ফাঁকা রাস্তায় হওয়ায় স্বাভাবিকভাবেই সুষ্ঠভাবে ওই ব্যক্তি সাইকেল চালাতে পেরেছিলেন। কিন্তু কেন এই কাণ্ড ঘটিয়েছেন তিনি ? নেটপাড়ায় সেই প্রশ্নই উঠেছে।
ওই ব্যক্তি মারাত্মক ব্যালেন্স ক্ষমতা নজর কেড়েছে নেটিজেনদের। পাশ দিয়ে কোনও গাড়ি এলে দিব্য পাশ কাটিয়ে নিচ্ছেলেন তিনি। ইতিমধ্যে এই ভিডিওটি নেটমাধ্যম রেডিটে ভাইরাল হয়ে গিয়েছে। ওই ব্যক্তির ভেল্কি দেখে প্রশংসায় কমেন্টবক্স ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। নেটনাগরিকের একজন অসাধ্যপূরণ করায় ওই ব্যক্তিকে সাধুবাদ জানিয়েছেন।
