আজকাল ওয়েবডেস্ক: নৈনিতালের বিলাস বহুল কজেট। সাম্প্রতিক সময়ে তার মূল্য যেমন বিপুল, ভাড়াও হওয়ার কথা অনেকটাই। তবে সেই বিশাল কটেজ কয়েকদশক ধরে ১০০ টাকা ভাড়ায় ছিলেন ভাড়াটিয়া। দীর্ঘ ৫৮ বছরের আইনি লড়াই শেষে নৌবাহিনীর অফিসার ফিরে পেলেন নিজের বিলাসবহুল কটেজ।
সর্বভারতীয় সংবাদ সংস্থা জানাচ্ছে, ক্যাপ্টেন মৃদুল শাহ নৈনিতালে রোজ ব্যাঙ্ক কটেজ কিনেছিলেন। ১৯৬৬ সালে ১০০ টাকা মাসিক ভাড়ায় হরপাল সিং ভাড়া নেন। তাঁর মৃত্যুর পর, তাঁর স্ত্রী এবং কন্যা ওই একই ভাড়ায় ওই বাড়িতেই ছিলেন। মাঝে হরপালের স্ত্রীর মৃত্যু হয়, তারপরেও কন্যা নীলম একই ভাড়ায় বসবাস করছিলেন।
২০১৬ সালে মৃদুল শাহ বাড়ি খালি করার কথা বললে, নীলম বাড়ি খালি তো করেননি, উল্টে আইনি পথে হাঁটেন। শাহ আদালতে জানান, ভিন্ন জায়গায় চাকরির কারণে, বারবার বদল হয়েছে তাঁর ঠিকানা। সেই কারণেই এতদিন নৈনিতালের বাড়িতে ছিলেন না। কিন্তু এখন তিনি পরিবারকে নিয়ে সেখানেই থাকতে চান। যদিও দীর্ঘ আইনি মামলার পর, আদালত জানিয়ে দেয় নীলম সিংকে ওই বাড়ি খালি করতে হবে।
