আজকাল ওয়েবডেস্ক: মন্দিরে দর্শন করতে গিয়ে প্রণামীর বাক্সে আইফোন পড়ে যায় এক ভক্তের। এরপরই সে নিজের সাধের আইফোনটি ফেরতের জন্য মন্দির কর্তৃপক্ষের কাছে আর্জি জানান। কিন্তু সেগুড়ে বালি! শত চেষ্টাতেও সেই আইফোন ফিরে পেলেন না ওই ভক্ত। আর্জি প্রত্যাখান করে মন্দির কর্তৃপক্ষ। তামিলনাড়ুর চেঙ্গালপাট্টুর তিরুপোরুর শ্রী কন্দস্বামী মন্দিরের ঘটনা।
কিন্তু কেন মন্দিরের তরফে প্রণামী বাক্সে পড়ে যাওয়া আইফোন ভক্তকে ফেরৎ দেওয়া হল না? মন্দিরের নিয়ম অনুযায়ী, প্রণামী বাক্সে যা কিছু দেওয়া হয়, তা মন্দিরের দেবতার নামে হয়ে যায়। হিন্দু ধর্মীয় ও চ্যারিটেবল এনডোমেন্টস দফতরের মন্ত্রী পিকে শেখর বাবু ১৯৭৫ সালের এই নিয়মের কথা জানান। মন্ত্রী বলেন, "যা দেবতার নামে উৎসর্গ করা হয়েছে, তা ফেরত দেওয়ার নিয়ম নেই।" তিনি আরও বলেন, "আমরা প্রণামী বাক্স কিছুতেই খুলতে পারবো না। তবে আমি বিষয়টি নিয়ে আলোচনা করব, যাতে ভক্তের ক্ষতিপূরণের ব্যবস্থা করা যায়।"
iPhone accidentally fell into the temple's hundi..
— Vije (@vijeshetty)
The temple administration refused to return it the owner, saying it belonged to the temple.pic.twitter.com/4VgfcRk0IbTweet by @vijeshetty
এই ধরনের ঘটনা আগেও ঘটেছে। ২০২৩ সালেকেরলের আলাপ্পুঝার বাসিন্দা সঙ্গীতা মে মাসে পলানির শ্রী ধন্ডায়ুধাপানি স্বামী মন্দিরে গিয়েছিলেন। সেখানে অসাবধানতায় একটি সোনার হার প্রণামী বাক্সে ফেলে দেন। যা ফেরতের জন্য মহিলা আবেদন করেছিলেন মন্দিরে। দেকা হয় সিসিটিভি ফুটেজ। কিন্তু, ওই মহিলাকে প্রণামী বাক্স খুলে দেওয়া হয়নি। যদিও ক্ষিপূরণ দেওয়া হয়েছিল তাঁকে। মন্দিরের কমিটির চেয়ারম্যান নিজের খরচে একটি নতুন সোনার হার কিনে দিয়েছিলেন মহিলাকে।
