আজকাল ওয়েবডেস্ক: সাত বছরের প্রেমের সম্পর্ক। সম্পর্কের টানাপোড়েনের কারণেই চরম পদক্ষেপ তরুণের। প্রেমিকাকে গুলি করে আত্মঘাতী তরুণ। ঘটনাস্থলে তরুণের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তরুণী। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ঝাঁসিতে। পুলিশ সূত্রে জানা গেছে, বুন্দেলখন্দ বিশ্ববিদ্যালয়ের বাইরে প্রকাশ্য দিবালোকে প্রেমিকাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। প্রেমিকাকে গুলি করে খুনের চেষ্টার পরেই সেই বন্দুক থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হয় ওই তরুণ। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তার প্রেমিকা। 

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে ৯ নভেম্বর দুপুর দু'টো নাগাদ। সাত বছরের প্রেমের সম্পর্ক ছিল যুগলের। কিন্তু কোনও বনিবনা ছিল না। ক্রমেই তিক্ততা বাড়ছিল সম্পর্কে। সম্পর্কের টানাপোড়েনের কারণেই প্রেমিকাকে খুনের পরিকল্পনা ছিল যুবকের। 

পুলিশ আরও জানিয়েছে, ২৬ বছরের মৃত তরুণের নাম, মণীশ সাহু। গুরুতর আহত তরুণীর নাম, কৃতিকা। দু'জনেই ললিতপুরের বাসিন্দা ছিলেন। ওই বিশ্ববিদ্যালয়ের এমবিএ পড়ুয়া তরুণী। ঘটনার দিন বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে খাবার খেতে খেতেই দু'জনে গল্প করছিলেন। আচমকাই বন্দুক বের করে গুলি চালাতে শুরু করে মণীশ। কৃতিকার বুকে গুলি করে, এরপর সেই দেশি পিস্তল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হয় সে। 

স্থানীয়রা তড়িঘড়ি করে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানেই তরুণকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। পাশাপাশি তরুণী সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনার কয়েক ঘণ্টা আগেও সোশ্যাল মিডিয়ায় মণীশের সঙ্গে রোমান্টিক একটি ভিডিও শেয়ার করেছিলেন কৃতিকা। ঠিক কয়েক ঘণ্টা পরেই ভয়াবহ ঘটনাটি ঘটেছে। যা ঘিরে এলাকায় তুমুল চাঞ্চল্য। 

প্রাথমিক তদন্তের পর পুলিশ আরও জানিয়েছে, এক বছর আগেই পরিবারের চাপে অন্য এক তরুণীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয় মণীশ। যা ঘিরে কৃতিকার সঙ্গে সম্পর্কের অবনতি হয়। এরপরই মণীশের থেকে দূরত্ব তৈরি করেন কৃতিকা। সোশ্যাল মিডিয়ায় তাকে ব্লক করে দেন। এর জেরেই বিয়ের দু'মাস পর সদ্য বিবাহিতা স্ত্রীকে ডিভোর্স দেয় মণীশ। তিন মাস আগেই তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়। 

সাত বছরের প্রেমের উদযাপনের অজুহাতে শেষবারের মতো কৃতিকার সঙ্গে দেখা করতে চায় মণীশ। তাতে রাজিও হন তরুণী। এরপর ঘটনার দিন দেখা করেই কাছ থেকে গুলি চালিয়ে খুনের চেষ্টা করে সে। হস্টেলের নিরাপত্তারক্ষীরা জানিয়েছেন, ঘটনার দু'দিন আগেও তরুণ হস্টেলে প্রবেশ করার চেষ্টা করেছিল।