আজকাল ওয়েবডেস্ক: নগ্ন ছবি ফাঁস করার হুমকি। নিত্যদিন হেনস্থা। ঋণ শোধ করতে না পারায় চরম হেনস্থার শিকার এক যুবক। বিয়ের একমাস যেতে না যেতেই চরম পদক্ষেপ নিলেন তিনি। গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন ২৭ বছরের এক যুবক। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে। ২৭ বছরের যুবক পেশায় মৎস্যজীবী ছিলেন। অক্টোবর মাসে বিয়ে করেছিলেন। বিয়ের ৪৭ দিনের মধ্যেই আত্মঘাতী হলেন তিনি। সময়মতো ঋণ শোধ করতে না পারায়, ঋণ অ্যাপ থেকে বারবার হেনস্থার শিকার হয়েছিলেন যুবক। এর জেরেই আত্মহত্যার পথ বেছে নেন বলে অভিযোগ পরিবারের। 

পরিবারের তরফে পুলিশকে জানানো হয়েছে, গত কয়েক মাসে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সমুদ্রে যেতে পারেননি। অর্থাভাবে ভুগছিলেন। বিয়ের পর সংসারের খরচ চালাতে দু'হাজার টাকা ধার নিয়েছিলেন ইনস্ট্যান্ট ঋণ অ্যাপ থেকে। রোজগার না থাকায় তৎক্ষণাৎ ঋণ শোধ করতে পারেননি যুবক। এরপরই ওই অ্যাপের তরফে হুমকি দেওয়া হত তাঁকে। 

সময়মতো ঋণ শোধ করতে না পারায় বিপুল অঙ্কের ইন্টারেস্ট চাপিয়ে দেওয়া হয়েছিল। এর পাশাপাশি নবদম্পতির নগ্ন ছবি সমাজমাধ্যমে ফাঁস করা হবে বলেও ব্ল্যাকমেল করা হয়েছিল। এর জেরেই প্রবল মানসিক চাপের ছিলেন তিনি। শনিবার তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। থানায় অভিযোগ দায়ের করেছে যুবকের পরিবার। ঘটনার তদন্ত জারি রয়েছে।