আজকাল ওয়েবডেস্ক: এই সপ্তাহেই মরসুমের প্রথম তুষারপাতের সাক্ষী হিমাচল প্রদেশ। বরফ হাতে আনন্দে মাতোয়ারা হতে দেখা যায় পর্যটকদের। এই সময়কার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, রাস্তায় বরফ পড়ে থাকায় পাহাড় থেকে পর্যটকদের গাড়ি নামার সময় পিছলে যাচ্ছে। তখন ওই গাড়ির একটি থেকে প্রাণ বাঁচাতে মরিয়া যুবক লাফিয়ে রাস্তায় ঝাঁপ মারে। ততক্ষণে পাহাড়ি তুষার আবৃত ঢালু রাস্তা দিয়ে অনেক নীচে নেমে গিয়েছে গাড়িটি। তবে মর্মান্তিক কোনও ঘটনা ঘটেনি। 

ইনস্টাগ্রামে ওই ভিডিও শেয়ার করেছেন নীতীশ রুহেলা। ভিডিওটি দেখে ভীত দর্শকরা। তুষারপাতের সময় যথাযথ সতর্কতার অভাব বলে মন্তব্য করেছেন অনেকে। একজন লিখেছেন, "শীতের টায়ার ব্যবহার করুন! পাম্প ব্রেক করুন, আপনি যে দিকে যেতে চান সেদিকে স্টিয়ারিং হুইলকে দিকনির্দেশ দিন!! বেসিক টিপস"। অন্য একজন লিখেছেন, "সত্যি, তুষারে ব্রেক চাপার পরিবর্তে তার ইঞ্জিন ব্রেক ব্যবহার করা উচিত ছিল।"

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by ????​​????​​????​​????​​????​​????​ ​????​​????​​????​​????​​????​​????​ (@nangalvasi)