আজকাল ওয়েবডেস্ক: মেয়েকে যৌন হেনস্থা। রাগে ক্ষোভে আর চুপ করে থাকতে পারেনি বাবা। কুয়েত থেকে অন্ধ্রপ্রদেশে ফিরে, খুন করল অভিযুক্তকে। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর তেমনটাই।

ঘটনা প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, ৩৫ বছরের অঞ্জেনিয়া প্রসাদ, অভিবাসী কর্মী থাকতেন কুয়েতে। সেখানেই সে খবর পায়, তার মেয়েকে যৌন হেনস্থা করেছে তারই আত্মীয়। দেশে ফিরেই ৫৯ বছর বয়সী, শারীরিকভাবে প্রতিবন্ধী আত্মীয় পি অঞ্জনেয়ুলুকে লোহার রড দিয়ে পিটিয়ে খুন করে বলে অভিযোগ।

অঞ্জেনিয়া ডিসেম্বরের শুরুতেই কুয়েত থেকে অন্ধ্রপ্রদেশে ফিরে আসে। পুলিশের অনুমান, ৬ ডিসেম্বর রাত থেকে ৭ ডিসেম্বর ভোরের মধ্যেই, সকলে যখন ঘুমোচ্ছিলেন, তখনই হত্যার ঘটনা ঘটায় সে। 

হত্যার ঘটনার পর, ফের কুয়েত ফিরে যায় অঞ্জেনিয়া। সেখানে গিয়ে ভিডিও বার্তায় জানায় খুনের কথা। সঙ্গেই জানায়, তাঁকে এই পদক্ষেপ গ্রহণ করতে হয়েছে, কারণ পুলিশ তাঁর মেয়ের অভিযোগ গ্রহণ করেনি। ইতিমধ্যে পুলিশ প্রসাদের বিরুদ্ধে একটি খুনের মামলা রুজু করেছে।