আজকাল ওয়েবডেস্ক: বর্ষায় প্রকৃতির কাছাকাছি কাটাতে চেয়েছিলেন চার বন্ধু। ঝমঝমিয়ে বৃষ্টির মধ্যেই পৌঁছে গিয়েছিলেন প্রকৃতির কোলে। চারজনে পৌঁছে গিয়েছিলেন জঙ্গলের গভীর এক ঝর্ণার ধারে। সেখানে পৌঁছেই বিপত্তি। তিন বন্ধুর যা পরিণতি হল, দেখেই চক্ষু চড়কগাছ সকলের।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। যেখানে দেখা গেছে, ঘন জঙ্গলের মধ্যে চার বন্ধু নির্জনে, নিভৃতে সময় কাটাচ্ছেন। একজন জঙ্গলের ধারে বসেছিলেন। দুই বন্ধু ঝর্ণার জলে স্নান করছিলেন। আরেকজন বন্ধু সেই সময়ের ভিডিও করছিলেন। হঠাৎ তীরে বসে থাকা এক যুবক চিৎকার করে জলে ঝাঁপিয়ে পড়েন। বাকিরাও প্রাণ বাঁচাতে ছুটে পালানোর চেষ্টা করেন।
কারণ? ঘন জঙ্গল থেকে হঠাৎ একটি অজগর গাছের ডাল বেয়ে নেমে আসে যুবকের কাঁধে। কোনও ক্ষতি করার আগেই, সাপের উপস্থিতি টের পেয়েই ঝর্ণার জলে ঝাঁপিয়ে পড়েন যুবক। তাঁর চিৎকার শুনেই বাকিরাও দেখেন, গাছের ডাল থেকে ঝুলছে অজগর সাপটি। চিৎকার করে বাকিরাও পালিয়ে যান।
বর্ষার সময় জঙ্গল যে কতটা বিপজ্জনক, তা ধরা পড়েছে ভিডিওতে। যা ইতিমধ্যেই হু হু করে ছড়িয়ে পড়েছে। নেটিজেনরাও ভয়ে, আতঙ্কে শিউরে উঠেছেন বলে জানিয়েছেন। একজন লিখেছেন, 'দূর থেকে যা সুন্দর দেখায়, কাছে গেলেই বোঝা যায়, তা কতটা ভয়ঙ্কর হতে পারে।' আরেকজন লিখেছেন, 'এই কারণেই বর্ষায় জঙ্গলে যেতে নিষেধ করা হয়।'
