আজকাল ওয়েবডেস্ক: পাহাড়ে ঘুরতে গিয়ে ঘনঘন মোমো, ম্যাগি, চা, কফির স্বাদ পেতে কে না চান! অনেকেরই মতে, পাহাড়ি ম্যাগির স্বাদই নাকি আলাদা! জানেন কি, পর্রযটকদের সেই চাহিদা পূরণ করতে গিয়েই মাসে মাসে লাখপতি হচ্ছেন এক যুবক! 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে হিমাচল প্রদেশে স্রেফ ম্যাগি বিক্রি করে লাখপতি হয়েছেন এক যুবক। প্রতিদিন ম্যাগি বিক্রি করে ২১ হাজার টাকা উপার্জন করেন তিনি। জনপ্রিয় পাহাড়ি এলাকায় ছোট্ট খাবারের স্টল রয়েছে তাঁর। নিত্যদিন হাজার হাজার পর্যটকের ভিড় জমে সেখানে। রোজ জমজমাট থাকে ওই খাবারের স্টল। ঘণ্টায় ঘণ্টায় শতাধিক প্লেট ম্যাগি বিক্রি করেন তিনি। 

যুবক জানিয়েছেন, মাত্র তিন থেকে চার ঘণ্টার মধ্যে ২০০ প্লেট ম্যাগি বিক্রি করেন তিনি। এই দোকানে সাধারণ ম্যাগি প্রতি প্লেট ৭০ টাকা এবং চিজ ম্যাগি প্রতি প্লেট ১০০ টাকা। প্রতিদিন ৩০০ থেকে ৩৫০ প্লেট ম্যাগি বিক্রি করেন তিনি। গ্যাস, প্লেট, জিনিসপত্রের খরচ বাদ দিলে প্রতিদিন ২১ হাজার টাকা উপার্জন করেন তিনি। 

https://www.instagram.com/fitt_badal/

ম্যাগি বিক্রেতার ভিডিওটি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। একজন লিখেছেন, 'সাধারণ তথ্যপ্রযুক্তি কর্মীর মতোই যুবক উপার্জন করেন।‌ ধনী হতে গেলে সত্যিই ডিগ্রির প্রয়োজন হয় না।' আরেকজন লিখেছেন, '৩০০ প্যাকেট ম্যাগি কিনতেই ৬ হাজার টাকা খরচ হয়ে যায়। যুবক ২১ হাজার টাকা লাভ করতে পারেন না। তবে যা লাভ হয়, তাও মন্দ নয়।' 

আরেকজন লিখেছেন, 'প্রতিদিন ২১ হাজার টাকা উপার্জন করলে, প্রতি মাসে লাখ লাখ টাকা আয় করেন তিনি। উচ্চ শিক্ষিত হয়েও অনেকেই আজকের সময়ে এত টাকা উপার্জন করেন না।' আবার একজন লিখেছেন, 'আইটি-র চাকরি ছেড়ে পাহাড়ে গিয়ে ম্যাগি বিক্রি করাই বুদ্ধিমানের কাজ। এতে মানসিক ধকল থাকে না।'