আজকাল ওয়েবডেস্ক : অবাক করা একটি ঘটনা ফের সামনে চলে এল। এক ব্যক্তিকে চলন্ত ট্রেনে বেদম প্রহার করা হল। অভিযোগ সেই ব্যক্তি নাকি আরেক যুবককে ধরে চুমু খেয়েছিলেন। সেই যুবক গোটা ঘটনাটি ভিডিও করে রেখেছিলেন। এরপর সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। 


ভিডিওতে দেখা যাচ্ছে যুবকটি অভিযুক্ত ব্যক্তিকে তার সিট থেকে টেনে বের করছে। এরপর তাকে বেদম প্রহার করছে। অভিযোগ যখন ওই যুবক যখন ঘুমিয়ে ছিল তখন নাকি ওই ব্যক্তি তাঁকে চুমু খেয়েছিল। তখন তিনি বলেছিলেন ভাল লেগেছিল তাই করে দিয়েছি। অভিযুক্তের স্ত্রী নিজের স্বামীকে বাঁচানোর অপ্রাণ চেষ্টা করছে। তাঁকে ক্ষমা করে দেওয়ার জন্য বারে বারে আবেদন করছে। তবে কে কার কথা শোনে। 

 

?ref_src=twsrc%5Etfw">March 4, 2025

 


যুবক বিষয়টি এত তাড়াতাড়ি মিটিয়ে নেওয়ার পক্ষপাতী ছিল না। সে ট্রেনর বাকি যাত্রীদের কাছে বিষয়টি জানায়। যুবকের দাবি যদি সে পুরুষ না হয়ে একজন মহিলা হত তাহলে গোটা ট্রেনের যাত্রীরা অভিযুক্তকে কী করত। তখন তাঁর বিরুদ্ধে অন্য ব্যবহার নিশ্চয় করা হত। 


অভিযুক্ত বারে বারে ক্ষমা চাইলেও তাঁকে টানা প্রহার করতে থাকে ওই যুবক। ঘটনাটি ঠিক কোন জায়গায় হয়েছে তা এখনও জানা যায়নি। তবে ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় সামাজিক মাধ্যমে। যেভাবে মার চলতে থাকে তাতে বাকিরা বিষয়টি চাপা দেওয়ার চেষ্টা করেন। তবে তাতে কাজের কাজ কিছুই হয়নি।