আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি উত্তর প্রদেশে এক অস্বাভাবিক ঘটনা ঘটেছে। হাথরাস জেলায় এক জনৈক গরুর আক্রমণে কাদাযুক্ত পুকুরে পড়ে মারা যান। নাগলা আনি গ্রামে ঘটনাটি ঘটেছে। দুই ঘন্টা ধরে লড়াইয়ের পর তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়৷ মর্মান্তিক এই ঘটনা জানাজানি হতেই চারিদিক হুলুস্থুল। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ৫৫ বছর বয়সী ব্যক্তির নাম সন্তোষ কুমার। তিনি গ্রামের একটি পুকুরের কাছে তাঁর গরুর বাঁধন খুলতে গিয়েছিলেন। আচমকা ঘটনাস্থলে উপস্থিত অন্য একটি গরু তাঁকে আক্রমণ করে। ফলে তিনি পুকুরে পড়ে যান। পুকুর কর্দমাক্ত থাকার কারণে সন্তোষ আটকা পড়েন এবং ডুবে যেতে শুরু করেন। 

প্রত্যক্ষদর্শী এবং গ্রামবাসীরা তাঁকে উদ্ধারের জন্য তৎক্ষণাৎ ছুটে যান। শেষমেশ তাঁদের প্রচেষ্টা ব্যর্থ হয়। পুকুর থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করতে প্রায় দুই ঘন্টারও বেশি সময় লাগে। ইতিমধ্যেই পুলিশ পৌঁছয়৷ জিজ্ঞাসাবাদ শুরু করে৷ 

বর্তমানে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷ স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে।