আজকাল ওয়েবডেস্ক: বিয়ের দেখাশোনা মানেই বাড়তি উত্তেজনা। প্রথম দেখা, প্রথম আলাপচারিতা। প্রথম দেখায় পছন্দ, অপছন্দের উপরেই অনেকটা নির্ভর করে বিয়ের সিদ্ধান্ত। কিন্তু প্রথমবার পাত্রীকে দেখতে এসে যদি, তাঁর পরিবারের অন্য কাউকে পছন্দ হয় পাত্রের! এমনকী তাঁর সঙ্গেই বিয়ে হয়ে যায়! এখানেই যেন কাহানি মে টুইস্ট।
সম্প্রতি এক যুবক বিয়ের জন্য পাত্রী দেখতে এসে, তাঁর মাকেই বিয়ের প্রস্তাব দেন। সে কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি নিজেই। জানিয়েছেন, প্রথমবার মেয়ে দেখতে গিয়ে, তাঁর মায়ের সঙ্গে প্রথমে কথা হচ্ছিল। যুবককে তাঁর খুব পছন্দ বলেও জানিয়েছিলেন। এও জানিয়েছিলেন, মেয়ের জন্য ঠিক এমন পাত্রই খুঁজছিলেন তিনি। মেয়ের বিয়ের পর তাঁর নতুন করে পথচলা শুরু করার পরিকল্পনা রয়েছে। আবারও বিয়ে করতে চান। তাই তাঁর মতো পাত্র পেলে নতুন অধ্যায় শুরু করতে পারেন।
পাত্রীর মাকে প্রথম দেখাতেই পছন্দ হয়েছিল যুবকের। কথা শুনে আরও মুগ্ধ হয়ে যান। সঙ্গে সঙ্গে জানান, তিনিই তাঁকে বিয়ে করতে রাজি। যুবক জানিয়েছেন, বিয়ের পর মেয়েটি ও তাঁর মা, দু'জনের দেখভাল তিনি করতে পারবেন, এমনটাই ভেবেছিলেন। শেষমেশ তাঁর সঙ্গেই বিবাহবন্ধনে আবদ্ধ হন।
ঘটা করে বিয়ের অনুষ্ঠান হয়। সোশ্যাল মিডিয়ায় যুবকের বিয়ের কাহিনিও হু হু করে ছড়িয়ে পড়েছে। অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। কেউ কেউ তাঁকে 'সৎ পাত্র' বলেও উল্লেখ করেছেন।
