আজকাল ওয়েবডেস্ক: গরমের মাঝেই পরিকল্পনা ছিল শান্তির চুমুকের। পরিকল্পনা মাফিক স্থানীয় দোকান থেকে কিনেও এনেছিলেন পছন্দের কোম্পানির বিয়ার। কিন্তু তারপর? সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, এক যুবক অভিযোগ করছেন, তাঁর বিয়ারের বোতলে টিকটিকি ছিল। ওই ভিডিও, যুবকের অভিযোগ পুনরায় বড় প্রশ্ন চিহ্ন তুলে দিয়েছে খাদ্য- সুরক্ষা নিয়ে।
সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা গিয়েছে, এক যুবক, তাঁর বিয়ারের বোতল ক্যামেরার সামনে ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছেন। ভিডিওয় শোনা যাচ্ছে, যুবক বলছেন, বিয়ারের বোতলের ভিতরে টিকটিকি। ওই যুবক তেলেঙ্গানার ভিকারাবাদের বাসিন্দা।
সর্বভারতীয় এক সংবাদ সংস্থা সূত্রে খবর, লক্ষ্মীকান্ত এবং অনন্তয়া নামের দুজন এক অনুষ্ঠানের জন্য স্থানীয় এক মদের দোকান থেকে প্রায় ৪ হাজার টাকার পানীয় কেনেন। কিন্তু বিপত্তি ঘটে বিয়ারের বোতল খুলতেই।
যদিও আজকাল ডট ইন ভাইরাল হওয়া ভিডিওর সত্যতা যাচাই করেনি। তবে এই ঘটনায় পুনরায় বড় প্রশ্ন উঠছে খাদ্য সুরক্ষা নিয়ে। যদিও এই প্রথম নয়, এর আগেও বারবার খাবারের মধ্যে অবাঞ্ছিত বস্তুর উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে খাবারের মধ্যে।
