আজকাল ওয়েবডেস্ক :  শিল্পপতি মুকেশ আম্বানিকে প্রাণনাশের হুমকির অভিযোগে তেলেঙ্গানা থেকে এক ১৯ বছরের তরুণকে গ্রেপ্তার করা হল। প্রসঙ্গত, বিগত সপ্তাহে মুকেশ আম্বানিকে ইমেলের মাধ্যমে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ধৃতকে ৮ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ২৭ অক্টোবর এই হুমকি নিয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়। প্রথম ইমেলে ২০ কোটি টাকা দাবি করা হয়। এরপর দ্বিতীয় হুমকি ইমেলে ২০০ কোটি টাকা দাবি করা হয়। তৃতীয় ইমেলে মুকেশ আম্বানির কাছ থেকে ৪০০ কোটি টাকা চাওয়া হয়। পুলিশ তদন্তে নেমে ইমেল আইডি খতিয়ে দেখে। ইমেল আইডিটি সাদাব খান নামে এক ব্যক্তির যিনি বেলজিয়াম থেকে এসেছিলেন। তবে এটি সঠিক না ভুঁয়ো তা নিয়ে তদন্ত শুরু করে পুলিশ। এই প্রথম নয়, এর আগেও শিল্পপতি মুকেশ আম্বানিকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। বিগত বছরেও বিহার থেকে একজনকে এই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল।