আজকাল ওয়েবডেস্ক: বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় প্রেমিকাকে খুন করল এক তরুণ। দীর্ঘদিন লিভ ইন সম্পর্কে ছিল ওই যুগল। তরুণী বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায়, রাগের মাথায় তাঁকে খুন করে সে। নৃশংশ হত্যাকান্ডের অভিযোগ পেয়ে ২৪ বছর বয়সি তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের মুম্বাইয়ে। পুলিশ জানিয়েছে, ১৯ বছরের কারিনা আলির সঙ্গে অভিযুক্ত সামসুদ্দিন মহম্মদ হাফিজের দীর্ঘ দুবছর প্রেমের সম্পর্ক ছিল। গত একবছর তাঁরা লিভ ইন সম্পর্কে ছিলেন। সামসুদ্দিন একটি পাঁচতারা হোটেলে শেফ ছিল৷ করিনা একটি পানশালায় গান গাইতেন। সম্প্রতি বিয়ের জন্য করিনাকে জোরাজুরি করছিল সামসুদ্দিন। কিন্তু বিয়েতে মত ছিল না তরণীর।
পুলিশকে করিনার ভাই ইমরান জানিয়েছেন, দুজনেই বিয়ের পরিকল্পনা করছিলেন। কিন্তু করিনা আরও কিছুটা সময় চেয়েছিলেন। বিয়ের জন্যে আরও অর্থের প্রয়োজন ছিল। তাই কেরিয়ারেই মন দিতে চেয়েছিলেন। কিছুদিন আগে সামসুদ্দিনের সন্দেহ হয় করিনা সম্ভবত অন্য প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। যা নিয়ে দুজনার মধ্যে কথা কাটাকাটি হয়। ঘটনার দিনেও করিনা ও সামসুদ্দিন অশান্তি করেছিলেন।
ঝামেলার পর বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছিল সামসুদ্দিন। কয়েক ঘন্টা পর ফিরে এসেই করিনার উপর হামলা করে। তাঁকে বাঁচাতে গেলে ইমরান সহ আরও একজনের উপর হামলা করে সামসুদ্দিন। এরপর হঠাৎ ধারালো ছুরি দিয়ে করিনাকে কুপিয়ে খুন করে পালিয়ে যায় সে। দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষনা করেন। পরিবারের অভিযোগের ভিত্তিতে সামসুদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার তদন্ত জারি রয়েছে।
