আজকাল ওয়েবডেস্ক:‌ ফরিদাবাদে দশেরার দিন চলছিল গরবা নাচের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে দুই প্রতিবেশী হেনস্থা করছিল এক তরুণীকে। প্রতিবাদ করায় সেই তরুণীর বাবাকে এক যুবক ধাক্কা মারে। মাটিতে পড়েই জ্ঞান হারায় ওই ব্যক্তি। হাসপাতালে মারা যান।  মৃত ব্যক্তির নাম প্রেম মেহতা (‌৫২)‌। ফরিদাবাদের সেক্টর ৮৭–র প্রিন্সেস পার্ক সোসাইটির বাসিন্দা ছিলেন তিনি। মঙ্গলবার রাতে নিজের এলাকায় গরবা নাচের অনুষ্ঠানে পরিবার সদস্যদের নিয়ে যোগ দিয়েছিলেন। সেই সময় ওই আবাসনেরই দুই যুবক প্রেম মেহতার ২৫ বছর বয়সী মেয়েকে হেনস্থা করছিল বলে অভিযোগ। অভিযুক্তরা তরুণীর ফোন নম্বর চেয়েছিল। পাশাপাশি তরুণীকে একসঙ্গে নাচার জন্য জোর করছিল। এর জেরেই দুই যুবকের সঙ্গে ঝামেলা শুরু হয় প্রেম মেহতার। বচসা থেকে ধাক্কাধাক্কি। তখনই এক যুবকের ধাক্কায় মাটিতে পড়ে যান প্রেম মেহতা। জ্ঞান হারান। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু পথেই মারা যান তিনি। মৃতের পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।