আজকাল ওয়েবডেস্ক: ভাড়া বাড়ি থেকে উদ্ধার হল বাবা ও তাঁর চার মেয়ের দেহ। পুলিশের অনুমান, সন্তানদের খুনের পর ওই ব্যক্তি আত্মঘাতী হন। দিল্লির রঙ্গপুরীর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, বাড়ি মালিকের ফোন পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশ জানিয়েছে, বন্ধ ফ্ল্যাটের ভিতর থেকে পচা গন্ধ আসছিল। এরপরই বাড়ি মালিক পুলিশে খবর দেন। বাড়ি মালিক জানিয়েছেন, বারবার দরজায় ধাক্কা দিলেও ভাড়াটিয়ারা দরজা খোলেননি। বাড়ি মালিক জানিয়েছেন, শেষবার হীরালালকে দেখা গিয়েছিল গত ২৪ সেপ্টেম্বর।
রঙ্গপুরীর ওই ফ্ল্যাট থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, দেহগুলিতে আঘাতের কোনও চিহ্ন নেই। দেহের সামনে পড়েছিল পাঁচটি গ্লাস, জুসের প্যাকেট ও চামচ। অনুমান, জুসের মধ্যে বিষ মিশিয়ে সন্তানদের খাওয়ানোর পর বাবাও বিষ খেয়ে আত্মঘাতী হন।
পুলিশ জানিয়েছে, মেয়েদের গলায় ও পেটে লাল সুতো বাঁধা ছিল। মৃতদের মধ্যে আছে হীরালাল শর্মা (৪৬)। পেশায় ছুতোর মিস্ত্রি ছিলেন তিনি। মৃত চার মেয়ে নীতু (২৬), নিক্কি (২৪), নীরু (২৩), নিধি (২০)। দুই মেয়ে ছিল বিশেষভাবে সক্ষম।
পুলিশ জানিয়েছে, ফ্ল্যাটের দরজা ভাঙার পর একটি ঘর থেকে উদ্ধার হয় হীরালালের দেহ। অপর ঘর থেকে উদ্ধার হয় তাঁর চার মেয়ের দেহ। স্থানীয়রা জানিয়েছেন, হীরালালের স্ত্রী কয়েকবছর আগে মারা যান। পুলিশের অনুমান, মেয়েদের চিকিৎসার খরচ বহন করতে না পেরেই এই চরম সিদ্ধান্ত নিয়েছেন হীরালাল। ময়নাতদন্তের পরেই বিষয়টি আরও পরিস্কার হবে বলে জানিয়েছে পুলিশ।
