সূর্যের গতিবিধিকে নজরে রাখতে এবার নতুন একটি এআই তৈরি করা হয়েছে। সেটি নাকি সৌরদেবের ওপর বিশেষভাবে নজর রাখবে।
2
9
সূর্যের বুকে প্রতিনিয়ত ঝড় তৈরি হয়। সেই ঝড় সেখান থেকে বেরিয়ে তার চারপাশের বিভিন্ন গ্রহকেও প্রভাবিত করে। এবার তারই হিসেব বলে দেবে এআই।
3
9
নাসার বিজ্ঞানীদের একটি বিশেষ দল এই কাজটি করেছে। তারা এখনও একে দিয়ে বেশি কাজ করাননি। তবে তারা এর কাজের দিকটি নিয়ে নিশ্চিত।
4
9
মার্শাল স্পেস ফ্লাইট সেন্টার থেকে এই নতুন এআইকে চালানো হয়েছে। সৌরঝড় পৃথিবীর দিকে আসার আগেই তাকে অতি সহজে ধরে ফেলা হবে।
5
9
এই বিষয়টি নিয়ে নাসার একটি টিম ২০১০ সাল থেকেই কাজ করছিল। সেখানে তারা অতি সহজে এবার সূর্যকে নিজেদের নজরে রাখতে পারবে।
6
9
এই নতুন এআই প্রতি সময় ধরে সূর্যের ছবি তুলছে। এরপর তাকে বিশ্লেষণ করে দেখছে কীভাবে সূর্যের বুকে সৌরঝড় চলছে। তার বিস্তারিত রিপোর্ট করে দিচ্ছে।
7
9
মহাকাশচারীদের কাছে সূর্য একটি বিরাট রহস্য। সেখানে প্রতিনিয়ত যদি পরিবেশের বদল ঘটে তাহলে তার প্রভাব পড়ে তাদের ওপর। সেজন্যেই তৈরি করা হয়েছে একে।
8
9
প্রথমে সূর্যকে একটি মডেল হিসেবে রেখে এই কাজটি করা হয়েছিল। তখন থেকেই এআই নিজেকে সেরা প্রমাণ করেছে। এরপরই নাসা সূর্যের দিকে তাকে নিজের কাজ বুঝিয়ে দিয়েছে।
9
9
নাসার এই কাজটি ইতিমধ্যে গোটা বিশ্বের প্রশংসা কুড়িয়েছে। সর্বদা যদি সূর্যের দিকে নজর রাখা যায় তাহলে সেটি পৃথিবীর পক্ষে ভাল হবে বলেই মনে করা হচ্ছে।