প্রথমবার জুটিতে আল্লু-শ্রদ্ধা, 'পুষ্পা-স্ত্রী'-এর মিশেলে আসছে কোন ধামাকা?
নিজস্ব সংবাদদাতা
৩০ জানুয়ারি ২০২৬ ১৪ : ১৮
শেয়ার করুন
1
6
বর্তমানে ভারতের বিনোদন জগতে সবথেকে বড় আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে দক্ষিণী ছবি। বিশেষ করে ‘পুষ্পা’ খ্যাত সুপারস্টার আল্লু অর্জুন যখন কোনও নতুন ছবিতে হাত দেন, তখন থেকেই শুরু হয় অনুরাগীদের উন্মাদনা। এবার সেই উন্মাদনার পারদ কয়েক গুণ বাড়িয়ে দিল নতুন এক খবর। শোনা যাচ্ছে, পরিচালক লোকেশ কনগরাজের আসন্ন ছবি ‘এএ২৩’-এ আল্লু অর্জুনের বিপরীতে দেখা যেতে পারে বলিউড সুন্দরী শ্রদ্ধা কাপুরকে।
2
6
দীর্ঘদিন ধরেই দক্ষিণী ছবির ভক্তরা অপেক্ষা করছিলেন আল্লু অর্জুন এবং লোকেশ কনগরাজের জুটির জন্য। লোকেশ বর্তমানে তাঁর সিনেমাটিক ইউনিভার্স নিয়ে ভীষণ ব্যস্ত থাকলেও, আল্লুর সঙ্গে এই প্রজেক্টটি নিয়ে আলাদা পরিকল্পনা করছেন। এই ছবিতে নারী চরিত্রের জন্য শ্রদ্ধা কাপুরকে প্রাথমিক প্রস্তাব দেওয়া হয়েছে। যদি সবকিছু পরিকল্পনা মাফিক চলে, তবে এটিই হবে শ্রদ্ধার কেরিয়ারের অন্যতম বড় একটি ধাপ।
3
6
আল্লু অর্জুন এই মুহূর্তে প্যান-ইন্ডিয়া স্তরে সবথেকে প্রভাবশালী তারকাদের একজন। অন্যদিকে, লোকেশ কনগরাজ মানেই অ্যাকশন প্যাকড ডার্ক থ্রিলার, যা বক্স অফিসে সাফল্যের গ্যারান্টি দেয়। এই দুজনের মিশেলে যে এক বিস্ফোরক কন্টেন্ট তৈরি হবে, তা বলাই বাহুল্য। আর সেই ফ্রেমে যদি শ্রদ্ধার মতো গ্ল্যামারাস ও দক্ষ অভিনেত্রী যোগ দেন, তবে ছবির বাণিজ্যিক গুণ আরও বেড়ে যাবে।
4
6
শ্রদ্ধা কাপুর এর আগে ‘সাহো’ ছবির মাধ্যমে তেলুগু ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন। যদিও সেই ছবিটি প্রত্যাশা পূরণ করতে পারেনি, কিন্তু শ্রদ্ধা তাঁর অভিনয় ও উপস্থিতির জন্য প্রশংসিত হয়েছিলেন। এরপর ‘স্ত্রী ২’-এর ব্যাপক সাফল্যের পর তাঁর জনপ্রিয়তা এখন মধ্যগগনে। ফলে নির্মাতারা চাইছেন এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে আগামী ছবিটিকে সর্বভারতীয় স্তরে আরও মজবুত করতে।
5
6
ছবির কাহিনী সম্পর্কে এখনও বিশেষ কিছু জানা না গেলেও শোনা যাচ্ছে, এটি একটি হাই-অকটেন অ্যাকশন থ্রিলার হতে চলেছে। লোকেশের সিগনেচার স্টাইল অনুযায়ী এতে থাকবে টানটান উত্তেজনা আর ভরপুর টুইস্ট।
6
6
আগামী কয়েক সপ্তাহের মধ্যেই নির্মাতারা কাস্টিং নিয়ে বড় কোনও ঘোষণা করতে পারেন বলে খবর। এখন দেখার বিষয়, বড়পর্দায় আল্লু ও শ্রদ্ধার রসায়ন দর্শকের মন কতটা জয় করতে পারে।