আজকাল ওয়েবডেস্ক: প্রতি দেশের মুদ্রাতেই থাকে কিছু বৈশিষ্ট। সেই দেশের সংস্কতি, এমনকী দেশের জনক হিসেবে পরিচিত নেতাদের ছবিও একাধিক দেশের মুদ্রায় দেখতে পাওয়া যায়। আমেরিকায় যেমন ডলারে রয়েছে জর্জ ওয়াশিংটনের ছবি। পাকিস্তানের টাকায় রয়েছে মহম্মদ আলি জিন্নার ছবি। আবার ভারতের টাকায় রয়েছে মহাত্মা গান্ধীর ছবি।
কিন্তু এটা জানেন স্বাধীন ভারতের নোটে গান্ধী মোটেই প্রথম পছন্দ ছিলেন না। প্রথম নোটে বাদই দেওয়া হয়েছিল জাতির জনক মহাত্মা গান্ধীকে।
রিজার্ভ ব্যাঙ্কের ইতিহাস বলছে, ১৯৪৭ সালের ১৪ আগস্টের মধ্যরাতে স্বাধীন হয় ভারত। ১৯৫০ সালের ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। এরপরেই দরকার হয় নিজস্ব নোট ব্যবস্থার। ১৯৪৯ সালে প্রথম এক টাকার নোট ছাপে ভারত সরকার। সেখানে দীর্ঘ আলোচনার পর সর্বসম্মতিতে ঠিক হয় সারনাথের সিংহ প্রতীক ছাপা হবে ১ টাকার নোটে। এর পর থেকে অনেক বছর পর্যন্ত ব্যাঙ্ক নোটগুলিতে ছাপা হয় স্বাধীন ভারতের ঐতিহ্য, সংস্কৃতি ও প্রগতির ধারার প্রতীক। ১৯৫০ সাল থেকে ১৯৬০ সাল পর্যন্ত ভারতীয় নোটে বিভিন্ন সময়ে ছাপা হয়েছে বাঘ, হরিণের ছবি। আবার বিজ্ঞান–প্রযুক্তি ও শিল্পের অগ্রগতির প্রতীকও ছাপা হয়েছে।
এদিকে, ১৯৬৯ সাল ছিল গান্ধীর ১০০–তম জন্ম জয়ন্তী। তাই ওই বিশেষ বছরে ছাপা নোটে ছিল মহাত্মা গান্ধীর বিশেষ ভঙ্গিতে বসা ছবি। পিছনে ছিল সেবাগ্রাম আশ্রম। তবে তখনও বহু নোট ছাপা হত গান্ধী ছাড়াই। এর পর রাজীব গান্ধীর সরকারের আমলে ১৯৮৭ সালে নতুন করে ৫০০ টাকার নোট চালু করে সরকার। যেখানে প্রথমবার ছাপা হয় গান্ধীর হাসি মুখের ছবি। এর পর ১৯৯০ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত মহাত্মা গান্ধীর ছবি দেওয়া নোটের সিরিজ শুরু করে আরবিআই। তখন থেকেই ভারতীয় ঠাঁই পেয়ে যান মহাত্মা গান্ধী।
