আজকাল ওয়েবডেস্ক: যৌন নির্যাতনের ঘটনায় আবারও খবরের শিরোনামে মহারাষ্ট্র। এবার পুনেতে। এক স্কুলে ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের মধ্যে প্রিন্সিপাল, পাঁচজন শিক্ষক এবং স্কুল কমিটির এক সদস্য রয়েছেন। তাঁদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ছাত্রীর বাবা পুলিশকে জানিয়েছেন, গত দুই বছর ধরে স্কুলের মধ্যে যৌন নির্যাতনের শিকার সে। মূল অভিযোগ পিটি শিক্ষকের বিরুদ্ধে। তবে এই প্রথমবার নয়। ওই শিক্ষক আগেও যৌন নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ছিলেন। দোষ প্রমাণিত হওয়ার পর জেলেও বন্দি ছিলেন কিছুদিন। ছাড়া পেয়ে আবারও স্কুলে তাঁর কুকীর্তি বজায় ছিল।
ছাত্রীর বাবার অভিযোগ, ওই শিক্ষক তাঁর মেয়েকে একাধিকবার যৌন নির্যাতন করেছেন। স্কুলে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। বরং জেল থেকে ছাড়া পাওয়ার পরেও স্কুলে দাপট বজায় ছিল। ওই শিক্ষকের বিরুদ্ধে কোনও অভিযোগ উঠলেও, তা বিশেষ গুরুত্ব দিতেন না প্রিন্সিপাল এবং স্কুল কমিটির সদস্যরা।
সম্প্রতি থানায় ওই শিক্ষক, প্রিন্সিপাল সহ মোট সাতজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নির্যাতিতার বাবা। শুক্রবার মূল অভিযুক্ত শিক্ষক, প্রিন্সিপাল সহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে পকসো মামলা এবং ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ঘটনার তদন্ত জারি রয়েছে।
