আজকাল ওয়েবডেস্ক: মহারাষ্ট্রের বারামাতিতে বুধবার সকালে একটি বিমান অবতরণের সময় দুর্ঘটনাগ্রস্ত হয়, যেটিতে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির প্রধান ও মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার ছিলেন। বিমানটি যখন বারামাতি বিমানবন্দরে নামার চেষ্টা করছিল, ঠিক তখনই তা নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে—ঘটনাস্থলে কিছু স্থানের আগুন লেগেছে এবং উদ্ধারকারীরা দ্রুত পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। 

 

সূত্রের মতে, দুর্ঘটনার সময় পাওয়ার বিমানে ছিলেন। দুর্ঘটনার সময় বিমানটিতে আর কতজন ছিলেন এবং তাদের অবস্থা কী এবিষয়ে এখনও সরকারিভাবে পরিষ্কার তথ্য পাওয়া যায়নি। উদ্ধার ও নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে কাজ করছে এবং আহতদের হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। স্থানীয় প্রশাসন ও জরুরি পরিষেবাগুলি উদ্ধারকাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। 

 

বারামাতি বিমানবন্দরে বিমানটি নামার সময়ই দুর্ঘটনা ঘটায় ঘটনাস্থলে বড় ভাঙচুর ও ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা গেছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠাচ্ছেন, যেখানে তাঁদের চিকিৎসা চলছে। প্রশাসনিক কর্মকর্তারা দ্রুত পরিস্থিতি বিবেচনা করে জানিয়েছেন যে পূর্ণ তদন্ত করে দুর্ঘটনার সঠিক কারণ নির্ণয় করা হবে। 

এই দুর্ঘটনা মূলত স্থানীয় ও রাজ্যস্তরে একটি বড় খবর হিসেবে আলোড়ন সৃষ্টি করেছে। অজিত পাওয়ার দীর্ঘদিন ধরে মহারাষ্ট্র রাজনীতিতে সক্রিয় এবং তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন, বিশেষ করে NCP-র নেতৃত্বে। 

এই ধরনের বিমান দুর্ঘটনা সাধারণত বিমান চলাচল ও নিরাপত্তা সংক্রান্ত নিয়মকানুন মেনে পরিচালিত হলেও, প্রাথমিকভাবে এই ঘটনার কারণ জানা যায়নি। মঙ্গলবার মুম্বাইয়ে মন্ত্রিসভার বৈঠকে যোগ দিয়েছিলেন পাওয়ার এবং পুনেতে আসন্ন নাগরিক নির্বাচন সম্পর্কিত একাধিক বৈঠকের জন্য বারামতি যাচ্ছিলেন। বুধবার সকালে বিমান দুর্ঘটনায় গুরুতর আহত মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।