আজকাল ওয়েবডেস্ক: কটা চোখ, সুন্দর মুখ, মিষ্টি হাসি এবং মহাকুম্ভে যাত্রা, এই তিনেই ভাগ্য ফিরল ভাইরাল রুদ্রাক্ষ বিক্রেতা মোনালিসা ভোঁসলের। স্বপ্নেও যা ভাবেননি, তাই এবার সত্যি হতে চলেছে তাঁর জীবনে। ক্যামেরার ফ্ল্যাশ আর অনুরাগীদের আবদারে ইতিমধ্যেই প্রবল জনপ্রিয় মোনাসিলা। এবার তাঁর বলিউডে আত্মপ্রকাশ ঘটবে।

পরিচালক সনোজ মিশ্রর 'দ্য ডায়েরি অফ মণিপুর' ছবিতে অভিনয়ের জন্য ডাক পেয়েছেন মোনালিসা। পরিচালক সনোজ মিশ্রই,  এর আগে 'দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল' পরিচালনা করেছিলেন। সেই পরিচালকই এবার নতুন কাস্ট করবেন মোনালিসাকে। আগামী ফেব্রুয়ারি মাসেই শুরু হচ্ছে ছবির শুটিং।

সাধারণ মেয়ের বিখ্য়াত হয়ে রূপোলি পর্দায় মুখ দেখানোর পথ প্রশস্থ হল কীওভাবে? পরিচালক সনোজ মিশ্রই খোদ মোনালিসার বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন এবং চলচ্চিত্রে কাজের প্রস্তাব দেন। সেখান থেকেই ভাইরাল মোনালিসার সঙ্গে ছবি পোস্ট করে তাঁর বলিউডে আত্মপ্রকাশের কথা জানান।

পরিচালক মিশ্র মোনালিসার খ্যাতির উত্থানকে বাস্তব জীবনের রূপকথা বলে অভিহিত করেছেন। একজন সরল মেয়ের অপ্রত্যাশিতভাবে জনপ্রিয়তা প্রাপ্তি দেখে অনুপ্রাণিত হয়েছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় অনেকেই নানাভাবে খ্যাতির পিছনে ছুটলেও মোনালিসা কেবল তার পরিচয়ের জন্যই স্বীকৃতি পেয়েছে। সেটাই আকর্ষণ করেছিল পরিচালককে। সনোজ মিশ্রের কথায়, "রিল এবং সোশ্যাল মিডিয়ায় খ্যাতি পেতে মানুষ সমস্ত সীমা অতিক্রম করছে।কিন্তু একজন সাধারণ মেয়ে পর্নোগ্রাফি ছাড়াই জনপ্রিয় হয়ে উঠছে।"

মহাকুম্ভ মেলায় ভাইরাল হওয়ার পর মোনালিসার জীবনে পরিবর্তন এলেও তাঁর অস্বস্তি কাটেনি। তাঁর কথায়, 'লোকে আমার তৈরি মালার থেকে আমাকে নিয়েই বেশি আগ্রহী। ব্যবসা হচ্ছে না। আমি যেখানে যাচ্ছি, পেছনে লোকে দৌড়াচ্ছে। এই মেলা আমার সর্বনাশ করে দিল।' এমনকি তাঁর পরিবারও বিরক্ত হয়ে পড়ে। মোনালিসাকে কুম্ভ মেলা থেকে ফিরিয়ে পাঠিয়ে দেওয়া হয় মধ্যপ্রদেশের খারগাঁও জেলার মাহেশ্বরে। এবার বলিউডের দুয়ারে মোনালিসা, ভাগ্য ফিরবে কুম্ভের এই ভাইরাল মেয়ের?