আজকাল ওয়েবডেস্ক: প্রায় দেড় মাসের কুম্ভ মেলা। যেমন মেলা শুরুর আগে প্রস্তুতি ছিল চোখে পড়ার মতো, তেমনই চোখে পড়ছে মেলার ভিড়। যত দিন এগোচ্ছে, খোঁজ মিলছে চা-ওয়ালে বাবা, আইআইটি বাবা-সহ আরও বহু মানুষের। এসবের মাঝেই মেলার বহু মানুষের চোখ কেড়েছেন এক তরুণী। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তাঁর ছবিও। সেসব দেখে নেটিজেনরা তাঁর সৌন্দর্যের, সাধারণ বেশভূষার প্রশংসা করছেন। আবার অনেকেই তাঁর তুলনা করছেন ‘মোনালিসা’র সঙ্গে। বলছেন ওই তরুণী 'মহাকুম্ভের মোনালিসা'।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Shivam Lakhara (@shivam_bikaneri_official)
কে ওই তরুণী? নাম জানা যায়নি। তবে জানা গিয়েছে, তিনি ইন্দোরের বাসিন্দা। কুম্ভে ঘুরে ঘুরে তিনি পুঁথি, মুক্তোর মালা বিক্রি করছেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর কিছু ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যে। তারমধ্যে একটিতে দেখা গিয়েছে, ওই তরুণী নিজেদের ঐতিহ্যগত পোশাক পরে রয়েছেন, গলায় মুক্তোর মালা, লম্বা বেণী। হাতে গুচ্ছ গুচ্ছ হার-মালা। সেসব বিক্রি করছেন মেলায়। আর তাঁর পিছনে মানুষের লাইন।
সেই ভিডিওতে শোনা গিয়েছে, ওই তরুণীকে তাঁর নাম জিজ্ঞাসা করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট রয়েছে কিনা জিজ্ঞাসা করা হচ্ছে। ভিডিওতেই শোনা গিয়েছে, একজন বলছেন, এবার তিনি ভাইরাল হয়ে যাবেন সোশ্যাল মিডিয়ায়। সেখান থেকেই হাজার হাজার টাকা আয় করবেন।
ভিডিওটি তাঁকে সমাজমাধ্যমে পরিচিত করেছে ঠিকই। কিন্তু যেভাবে তাঁকে অনুসরণ করে ভিডিও করা হচ্ছে, তাঁতে অনেকেই ভিডিওর কমেন্টে বিরক্তি প্রকাশ করেছেন।