আজকাল ওয়েবডেস্ক: প্রায় দেড় মাসের কুম্ভ মেলা। যেমন মেলা শুরুর আগে প্রস্তুতি ছিল চোখে পড়ার মতো, তেমনই চোখে পড়ছে মেলার ভিড়। যত দিন এগোচ্ছে, খোঁজ মিলছে চা-ওয়ালে বাবা,  আইআইটি বাবা-সহ আরও বহু মানুষের। এসবের মাঝেই মেলার বহু মানুষের চোখ কেড়েছেন এক তরুণী। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তাঁর ছবিও। সেসব দেখে নেটিজেনরা তাঁর সৌন্দর্যের, সাধারণ বেশভূষার প্রশংসা করছেন। আবার অনেকেই তাঁর তুলনা করছেন ‘মোনালিসা’র সঙ্গে। বলছেন ওই তরুণী 'মহাকুম্ভের মোনালিসা'।

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Shivam Lakhara (@shivam_bikaneri_official)