আজকাল ওয়েবডেস্ক: প্রয়াগরাজে অনুষ্ঠিত হচ্ছে মহা কুম্ভমেলা, বিশ্বের অন্যতম বৃহত্তম ধর্মীয় সমাবেশ। কাতারে কাতারে ভক্ত, সন্ন্যাসী, বিদেশি পর্যটকরা ভিড় জমিয়েছেন মহা কুম্ভমেলায়। হাজার হাজার মানুষের ভিড়ে কুম্ভমেলা চত্বরে প্রায়ই হারিয়ে যাওয়ার মত ঘটনা ঘটে থাকে। এই ধরনের পরিস্থিতি মোকাবিলায় উত্তরপ্রদেশ সরকার এবং প্রয়াগরাজ প্রশাসন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। মেলায় কেউ হারিয়ে গেলে বিশেষ ঘোষণা ব্যবস্থা চালু রয়েছে মেলা চত্বরে। সম্প্রতি, এরকমই একটি ঘোষণা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, একজন মহিলা তাঁর সঙ্গীদের থেকে আলাদা হয়ে গিয়েছেন। তিনি পাবলিক অ্যাড্রেস সিস্টেমে ঘোষণা করছেন, ‘আমি সুশীলা বলছি। গব্বর, মহেন্দ্র, তোমরা যেখানে থাকো, আমাকে নিয়ে যাও।

 

আমরা টাওয়ারের কাছে দাঁড়িয়ে আছি’। মেলা চত্বরে গব্বরের প্রতি এই ডাক রাতারাতি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এই ঘোষণার ভিডিও ভাইরাল হওয়ার কারণ একটাই। গব্বর নামটি ১৯৭৫ সালের জনপ্রিয় সিনেমা শোলের কুখ্যাত ভিলেনের কথা মনে করিয়ে দেয়। গব্বর সিং চরিত্রে প্রয়াত অভিনেতা অামজাদ খান এতটাই বিখ্যাত হয়েছিলেন যে তাঁর নাম আজও মানুষের মনে রয়ে গিয়েছে। মহাকুম্ভ মেলার মত একটি ধর্মীয় অনুষ্ঠানে এমন মজাদার ঘটনার ভিডিও দ্রুত ভাইরাল হওয়ায় হাসির রোল উঠেছে নেটিজেনদের মধ্যে। তবে এর মধ্য দিয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপ এবং মানুষকে নিরাপদে রাখার উদ্যোগও স্পষ্ট হয়েছে।