আজকাল ওয়েবডেস্ক: মধ্যপ্রদেশের কাটনি জেলায় এ কী কাণ্ড! সরকারি স্কুলের শিক্ষকও পড়ুয়াদের মদ্যপানে উৎসাহ দিচ্ছেন! ঘটনার খবর জানাজানি হতেই ওই শিক্ষককে সাসপেন্ড করা হয়েছে।
সম্প্রতি ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। শুক্রবার থেকেই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভিডিওয় দেখা গেছে কাটনি জেলার বারওয়ারা ব্লকের অন্তর্গত খিরহানি গ্রামের এক সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষক লাল নবীন প্রতাপ সিং পড়ুয়াদের মদ খেতে বলছেন। ভিডিওর খবর জানাজানি হতেই জেলাশাসক দিলীপ কুমার যাদব ঘটনার পূর্ণ তদন্তের নির্দেশ দেন জেলার শিক্ষা আধিকারিক ওপি সিংকে।
ওই ভিডিওর প্রেক্ষিতেই জানা যায় শিক্ষকের নাম লাল নবীন প্রতাপ সিং। ভিডিওটি ওই জেলার বিভিন্ন ব্লকে ছড়িয়ে পড়ে। এরপরেই ওই শিক্ষককে সাসপেন্ড করা হয়েছে। শিশুদের মদ্যপানে উৎসাহিত করা, একজন শিক্ষকের মর্যাদা ক্ষুণ্ন করার অভিযোগে ওই শিক্ষককে আপাতত বরখাস্ত করা হয়েছে।
ভিডিওয় স্পষ্ট দেখা গেছে, ওই শিক্ষক একটি ঘরে কাপের মধ্যে মদ ঢেলে পড়ুয়াদের দিচ্ছেন। আবার এক পড়ুয়ার উদ্দেশে ওই শিক্ষককে বলতে শোনা গেছে কাপের মধ্যে জল মিশিয়ে নিতে।
