আজকাল ওয়েবডেস্ক: কনকনে শীতে বাড়ির সামনে বসে একটু রোদের ওম নিচ্ছিলেন বৃদ্ধ। কিন্তু সেই রোদ পোহানোই যে কাল হবে, তা কে জানত! হুড়মুড়িয়ে উল্টে পড়ল পাথর-বোঝাই ট্রাক। তার নিচেই চাপা পড়ে প্রাণ হারালেন ৯০ বছরের এক বৃদ্ধ। শুক্রবার মধ্যপ্রদেশের গোয়ালিয়রের বহোদাপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। ঘাতক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। গোটা ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।

পুলিশ জানিয়েছে, মৃতের নাম গিররাজ শর্মা। তিনি তাঁর নাতি সতীশ শর্মার সঙ্গে ওই এলাকায় থাকতেন। স্থানীয় সূত্রে খবর, পাড়ায় একটি বাড়ির নির্মাণের কাজ চলছিল। সেই কাজের জন্যই পাথর নিয়ে আসছিল ওই ট্রাকটি। গিররাজবাবু তখন বাড়ির বাইরে বসে রোদ পোহাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়িটি যখন ওই বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল, আচমকাই একটি গর্তে চাকা আটকে গিয়ে ভারসাম্য হারায়। হুড়মুড়িয়ে উলটে পড়ে ট্রাকটি৷ 

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, গাড়িটি কাত হতে দেখে প্রাণভয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন ওই বৃদ্ধ। কিন্তু পালানোর সময়টুকু পাননি তিনি। মুহূর্তের মধ্যে পাহাড়প্রমাণ পাথর হুড়মুড়িয়ে তাঁর ওপর পড়ে। ফলস্বরূপ তার নিচে কার্যত পিষ্ট হয়ে যান তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় বৃদ্ধর। দুর্ঘটনার পরেই সুযোগ বুঝে চম্পট দেয় চালক।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বহোদাপুর থানার পুলিশ। পরে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার জয়রাজ কুবের জানান, দিন কয়েক আগে ওই এলাকায় জলের পাইপলাইন বসানোর কাজ হয়েছিল। তার জেরে মাটি আলগা হয়ে ভিজে ছিল। সেই নরম মাটিতে চাকা বসে গিয়েই বিপত্তি ঘটে। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে। চালকের খোঁজে তল্লাশি চলছে।

জনবহুল বসতি এলাকায় এই ধরণের নির্মাণকাজ এবং রাস্তার বেহাল দশা নিয়ে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে।