আজকাল ওয়েবডেস্ক: উদ্দেশ্য ছিল স্বামীকে ফাঁসান৷ নিজের মেয়েকে শ্বাসরোধ করে খুন করেন খোদ মা। খবর অনুযায়ী, মেয়েকে খুন করে প্রেমিক যুগল মিলে উল্লাস চলে৷ কাইজারবাগের খান্ডারি বাজারে বসবাসকারী রোশনি খান নামে অভিযুক্ত যুবতী তাঁর পাঁচ বছরের মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করেছেন। জানা গিয়েছে, রবিবার রাতে তাঁর প্রেমিক উদিত জয়সওয়ালের সহায়তায় এই হত্যা করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, রোশনি তাঁর স্বামী শাহরুখকে ফাঁসাতে চেয়েছিলেন। হত্যার জেরে শাহরুখ জেলে যাবে, এমনটাই চেয়েছিলেন তিনি। সম্প্রতি লখনউওতে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় তোলপাড় গোটা দেশ৷
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি সোমবার রাতে ঘটেছে। নিজের মেয়েকে খুন করে তার দায় স্বামীর উপর চাপান যুবতী। প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ উভয়কেই গ্রেপ্তার করেছে। খবর অনুযায়ী সোমবার ভোর ৩টার দিকে রোশনি নিজে ১১২-এ ফোন করার পর ঘটনাটি প্রকাশ্যে আসে। তিনি অভিযোগ করেন যে তাঁর স্বামী শাহরুখ তাঁদের মেয়েকে হত্যা করেছেন। খবর পেয়ে পুলিশ ও একটি ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। সুত্রে জানা গিয়েছে, রোশনির অভিযোগের ভিত্তিতে শাহরুখের বিরুদ্ধে হত্যার মামলা দায়ের করা হয়।
জানা গিয়েছে, মৃতদেহের অবস্থা দেখে পুলিশের সন্দেহ হয়। ঘরে তীব্র দুর্গন্ধ ছিল এবং মৃতদেহের উপর ততক্ষণে পোকামাকড় ঘুরে বেড়াচ্ছিল। পুলিশ আন্দাজ করে খুন সম্প্রতি ঘটেনি। পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়। রিপোর্ট আসতেই নিশ্চিত হওয়া গিয়েছে সোনাকে কমপক্ষে ৩৬ ঘন্টা আগে খুন করা হয়।
পশ্চিমাঞ্চলের ডিসিপি বিশ্বজিৎ শ্রীবাস্তব বলেন, তদন্তে জানা গিয়েছে রোশনি গত দুই বছর ধরে তাঁর প্রেমিক উদিতের সঙ্গে থাকছিলেন। সোমবার রাতে তাঁর মেয়ের সঙ্গে দেখা করতে আসেন তাঁর স্বামী শাহরুখ। রোশনির সঙ্গে প্রচন্ড ঝগড়ার পর চলে যান। যুবতীর বয়ান অনুযায়ী পুলিশ শাহরুখের লোকেশন ট্র্যাক করে। আন্দাজমত রোশনির বক্তব্যে অসঙ্গতি খুঁজে পায় তারা।
ঘটনার জেরে উদিতকেও থানায় আনা হয়। রোশনি পুলিশকে ভুল বোঝাতে থাকলে, জিজ্ঞাসাবাদের সময় উদিত ভেঙে পড়ে। সে স্বীকার করে যে তারা রবিবার সোনাকে হত্যা করেছে। আশ্চর্যজনকভাবে, হত্যার পর রোশনি ও উদিত একই বাড়িতে থেকে যায়। এখানেই থেমে নেই। এমনকি শিশুর মরদেহের সামনে তারা উল্লাস করে। পরবর্তীতে রোশনি স্বীকার করেন যে সে শাহরুখকে ফাঁসানোর জন্য তাঁর মেয়েকে হত্যা করেছেন। শিশুর ঘাড়, নাক, মুখ এবং বুকে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। আরও পরীক্ষার জন্য তার ভিসেরা সংরক্ষণ করা হয়েছে।
ইন্সপেক্টর অঞ্জনি কুমার মিশ্র বলেন, রোশনি এবং উদিত দুজনকেই বর্তমানে হেফাজতে রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রমাণের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরও তদন্তে জানা গিয়েছে, রোশনি এর আগে তাঁর শ্বশুরবাড়ির সদস্যের বিরুদ্ধে একাধিকবার গুরুতর অভিযোগ দায়ের করে জেলে পাঠান। অভিযোগ রোশনি তাঁর স্বামী শাহরুখের ফ্ল্যাট দখল করার জন্য স্বামী ও তাঁর পরিবারের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা দায়ের করেন। যার মধ্যে রয়েছে 'ডোমেস্টিক ভায়োলেন্স'। পরিবারের সকলকে জেলে পাঠাতে সক্ষম হন বলে খবর। পরে চলতি বছরের মে মাসে রোশনি শাহরুখকে মারধর করেন, এমনকি তাঁকে নিজের বাড়ি থেকেই বের করে দেন।
