আজকাল ওয়েবডেস্ক: 'ব্রহ্মাস্ত্র কর্পসের' দায়িত্বভার নিলেন লেফটেন্যান্ট জেনারেল ইয়াস আহলাওয়াত। রাজেশ পুরির থেকে দায়িত্বভার গ্রহণ করলেন লেফটেন্যান্ট জেনারেল ইয়াস আহলাওয়াত। দায়িত্ব নেওয়ার পর জেনারেল অফিসার শহিদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন। ব্রহ্মাস্ত্র কর্পসের জওয়ানদের উদ্দেশে বলেন, ‘আপনারা দেশের প্রতি ত্যাগের নজির স্থাপন করেছেন। ভারতীয় সেনাবাহিনী এইভাবেই নিজের ঐতিহ্য এবং আদর্শ রক্ষা করে সন্ত্রাস দমনের প্রচেষ্টা চালিয়ে যাবে।
প্রসঙ্গত, 'ব্রহ্মাস্ত্র কর্পস' হল ভারতীয় সেনার সপ্তদশ কর্পসের আরেক নাম। ব্রহ্মাস্ত্র কর্পসের সদর দপ্তর পশ্চিমবঙ্গের পানাগড়ে। পূর্বাঞ্চলীয় কম্যান্ডের অধীনে পরিচালিত হয় ব্রহ্মাস্ত্র কর্পস। ব্রহ্মাস্ত্র কর্পসের স্নাইপারদের ক্যামোফ্লেজ, সারভাইভাল, সার্ভিল্যান্স, প্রিসিশন শুটিং–এর ক্ষেত্রে দক্ষ হওয়ার জন্য কঠোর প্রশিক্ষণ দেওয়া হয়।
