আজকাল ওয়েবডেস্ক: বছরের শুরুতে সুখবর। দাম কমল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের। আজ, পয়লা জানুয়ারি দেশের সমস্ত বড় শহরে দাম কমল ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের। প্রতি ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমল ১৪.৫ থেকে ১৬ টাকা পর্যন্ত। পয়লা জানুয়ারি থেকে নতুন দাম কার্যকর হবে রাজ্যে রাজ্যে। টানা পাঁচ মাস ঊর্ধ্বমুখী থাকার পর, অবশেষে পয়লা জানুয়ারি ২০২৫-এ গ্যাস সিলিন্ডারের দামে মিলল স্বস্তি।
আজ থেকে দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৮০৪ টাকা। গত মাসে দাম ছিল ১৮১৮.৫০ টাকা। চলতি মাসে সিলিন্ডারের দাম ১৪.৫০ টাকা কমেছে। কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম এখন ১৯২৭ টাকা থেকে ১৯১১ টাকা হয়েছে। মুম্বইয়ে সিলিন্ডারের দাম ১৫ টাকা কমেছে। পয়লা জানুয়ারি থেকে মুম্বইয়ে দাম ১৭৫৬ টাকা। চেন্নাইয়ে ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ১৯৬৬ টাকা।
প্রসঙ্গত, আগস্ট থেকে একটানা পাঁচ মাস বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ঊর্ধ্বমুখী ছিল দেশজুড়ে। তবে চলতি মাসেও ১৪ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে। আগস্ট মাস থেকে টানা ছ'মাস রান্নার গ্যাসের দাম বাড়ানো হয়নি। যা খানিকটা স্বস্তি দিয়েছে মধ্যবিত্তের ঘরে। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমে যাওয়ায়, নতুন বছরে রেস্তোরাঁয় খাবারের দাম আরও কমতে পারে। একেই শীতের মরশুমে বাজারে একাধিক সবজি অগ্নিমূল্য। তার মধ্যে খানিকটা কমল বাণিজ্যিক গ্যাসের দাম।
বর্তমানে ১৪ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম দিল্লিতে ৮০৩ টাকা। কলকাতায় এর দাম ৮২৯ টাকা, মুম্বইয়ে ৮০২.৫০ টাকা এবং চেন্নাইতে ৮১৮.৫০ টাকা।
