আজকাল ওয়েবডেস্ক : রোজ কত অদ্ভুত ঘটনা সমাজমাধ্যমে ভাইরাল হয়। এরই মাঝে কিছু মন ছুঁয়ে যাওয়া ঘটনাও দেখা যায়। সম্প্রতি এরকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে।
ভিডিওতে চলন্ত ট্রেনের দরজায় একটি শিশুকে বিড়াল ছানা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। ফুরফুরে মেজাজে ট্রেনের দরজায় দাঁড়িয়ে প্রকৃতি অনুভব করছিল সে। শিশুটির মুখের মৃদু হাসি নজর কেড়েছে নেটিজেনদের।
শিশুটির হাতে ছোট্ট বিড়ালছানা ছিল। বিড়াল ছানাটিকে একহাতে আগলে রেখেছিল সে। ভিডিওর এই দৃশ্যই নেটিজেনদের মনে জায়গা করে নিয়েছে।
ভিডিওটি পোস্ট হতেই তা নিমিষে ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভিডিওটি ১০ লক্ষের বেশি মানুষ দেখেছেন। কমেন্টবক্স ভর্তি প্রতিক্রিয়া এসেছে। কমেন্টে এক নেটনাগরিক লিখেছেন, শিশুটি দেখামাত্রই সকলের মন ভালো হয়ে গিয়েছে।
